খেলাধুলা

বিজয়ের সেঞ্চুরি, বড় সংগ্রহ পেল খুলনা

জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতে সেঞ্চুরির দেখা পেয়েছেন এনামুল হক বিজয়। আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকার বিপক্ষে খুলনা আগে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৮০ রান সংগ্রহ করে।

এনামুল হক বিজয় ৬৭ বলে ১০টি চার ও ৫ ছক্কায় ১০১ রানে অপরাজিত থাকেন। এটা তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। তার সঙ্গে ১ চার ও ২ ছক্কায় ৩৪ রানে অপরাজিত থাকেন কাজী নুরুল হাসান সোহান। এছাড়া আজিজুল হাকিম তামিম ১ চার ও ১ ছক্কায় ১৮ ও ইমরুল কায়েস ২ চার ও ১ ছক্কায় ১৪ রান করে আউট হন। মোহাম্মদ মিথুন রান আউট হন শূন্যরানে।

বল হাতে ঢাকার নাজমুল ইসলাম অপু ৪ ওভারে ৩৪ রান দিয়ে ২টি উইকেট নেন।

পয়েন্ট টেবিলে খুলনা অবশ্য ভালো অবস্থানে নেই। এই ম্যাচের ৪ ম্যাচ খেলে ৩টিতে হেরেছে তারা। ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে আট দলের মধ্যে তারা আছে অষ্টম স্থানে। ঢাকা বিভাগও অবশ্য ১টির বেশি জয় পায়নি চার ম্যাচে। তাদের সংগ্রহও ২ পয়েন্ট।

অন্যদিকে রংপুর বিভাগ ও ঢাকা মেট্রো ৪ ম্যাচের ৪টিই জিতে যথাক্রমে শীর্ষে ও দ্বিতীয় স্থানে আছে।