বিনোদন

বিয়ে নিয়ে শাবনূরের যে পরিকল্পনা

ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার নায়িকা শাবনূর। ২০১১ সালের ৬ ডিসেম্বর ব্যবসায়ী অনীক মাহমুদের সঙ্গে আংটি বদল করেন এই নায়িকা।  ২০১২ সালের ২৮ ডিসেম্বর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পরে ধীরে ধীরে চলচ্চিত্রে অনিয়মিত হয়ে পড়েন শাবনূর। স্বামী অনীককে নিয়ে অস্ট্রেলিয়ায় বসবাস শুরু করেন। ২০১৩ সালের ২৯ ডিসেম্বর শাবনূর-অনীক দম্পতির ছেলে আইজান নিহানের জন্ম হয়। এরপর ২০২০ সালের ২৬ জানুয়ারি অনীক মাহমুদের সঙ্গে শাবনূর বিবাহবিচ্ছেদের খবর সামনে আসে। তবে সন্তানকে নিয়ে স্থায়ীভাবে অস্ট্রেলিয়াতেই বসবাস করছেন শাবনূর।

আবার বিয়ের কোনো পরিকল্পনা আছে কি না?— এই প্রশ্নের উত্তরে শাবনূর একটি গণমাধ্যমকে জানিয়েছেন, বিয়ের কোনো চিন্তা আপাতত নেই।

শাবনূর মনে করেন, বিয়ের পর স্বামীর সঙ্গে বনিবনা না হওয়া যেকোন নারীর সুখকর অভিজ্ঞতা নয়। বনিবনা না হওয়ার কারণেই দাম্পত্য সম্পর্ক  ভেঙেছেন তিনি।

তবে শাবনূর মনে করেন না একবার প্রতারণার শিকার হলে আবারও একই ঘটনা ঘটবে। তিনি জানিয়েছেন, আপাতত তার বিয়ে করার কোনো আগ্রহ নেই। 

শাবনূর জানিয়েছেন, সন্তানের বেড়ে ওঠার সময়টাতে মাকে বেশি প্রয়োজন। সন্তানকে তিনি মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে চান। তাকে সময় দিতে চান।