ব্রিসবেন টেস্টের শুরু থেকেই বৃষ্টি হানা দিচ্ছে। অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে বড় সংগ্রহ পেয়ে জয়ের স্বপ্ন দেখলেও সেটা এখন বৃষ্টির নিয়ন্ত্রণে।
বৃষ্টির কারণে প্রথমদিন মাত্র ১৩.২ ওভার খেলা হয়। দ্বিতীয় দিন খুব একটা সমস্যা না করলেও তৃতীয় দিন আবার প্রভাব বিস্তার করে খেলা হয় মাত্র ৩৪ ওভারের মতো। আজ মঙ্গলবার চতুর্থ দিনেও বৃষ্টির কারণে খেলা হয় মাত্র ৫৭.৫ ওভার। বৃষ্টি বিঘ্নিত দিনে ভারত ৭৪.৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৫২ রান তুলেছে। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার করা ৪৪৫ রানের চেয়ে এখনও পিছিয়ে আছে ১৯৩ রানে। জাসপ্রিত বুমরাহ ১০ ও আকাশ দীপ ২৭ রানে অপরাজিত আছেন। তারা দুজন আগামীকাল বুধবার পঞ্চম তথা শেষ দিনে ব্যাট করতে নামবেন।
বৃষ্টি বিঘ্নিত তৃতীয় দিনে ভারত ৪ উইকেট হারিয়ে ৫১ রান তুলেছিল। লোকেশ রাহুল ৩৩ ও রোহিত শর্মা শূন্যরানে অপরাজিত ছিলেন। আজ চতুর্থ দিনে রোহিত ১০ রান করে ফেরেন। আর রাহুল একপ্রান্ত আগলে লড়াই করেন। ৮ চারে ৮৪ রান করে আউট হন।
রাহুলের পরে লড়াইয়ের দায়িত্ব কাঁধে নেন রবীন্দ্র জাদেজা। তিনি ৭টি চার ও ১ ছক্কায় খেলেন ৭৭ রানের ইনিংস। ২১৩ রানের মাথায় নবম উইকেট হারানোর পর শেষ উইকেটে দারুণ প্রতিরোধ গড়েন বুমরাহ ও আকাশদীপ। তারা দুজন অবিচ্ছিন্ন ৩৯ রান তুলে দিন শেষ করেন।
জস হ্যাজলউড ইনজুরিতে পড়লেও প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক ভোগান ভারতের ব্যাটসম্যানদের। কামিন্স ৪টি ও স্টার্ক নিয়েছেন ৩টি উইকেট।