সারা বাংলা

রাজশাহীতে পুলিশের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

রাজশাহী অঞ্চলের বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা দিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) তাদের সংবর্ধনা দেওয়া হয়। আরএমপির পুলিশ লাইন্সের কনফারেন্স রুমে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ৩৩ জন পুলিশের বীর মুক্তিযোদ্ধা এবং ১৬ জন মৃত পুলিশ বীর মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যকে সম্মাননা জানানো হয়। তাঁদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং বিজয় দিবসের শুভেচ্ছা উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি বলেন, ‘‘স্বাধীনতা সংগ্রামে মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরকাল স্মরণীয় থাকবে। এ অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের প্রতি আমাদের ভালোবাসা এবং শ্রদ্ধা প্রদর্শন করা হচ্ছে।’’

সংর্বধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরএমপির বোয়ালিয়া ক্রাইম বিভাগের উপপুলিশ কমিশনার অনির্বান চাকমা, নগর বিশেষ শাখার বিশেষ পুলিশ সুপার কেএম আরিফুল হক, পিওএম বিভাগের উপপুলিশ কমিশনার বিভূতিভূষণ বানার্জীসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।