বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ীর নতুন সিনেমা ‘ডেসপাচ’। গত ১৩ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভে মুক্তি পেয়েছে এটি। মনোজের পারফর্ম প্রশংসা কুড়ালেও সিনেমাটিতে তার অন্তরঙ্গ দৃশ্য দেখে হতবাক অনেকেই। কারণ অভিনয় ক্যারিয়ারে এমন দৃশ্যে আগে দেখা যায়নি তাকে। ফলে দারুণ সমালোচনার মুখেও পড়েছেন এই অভিনেতা।
সিনেমাটির অন্তরঙ্গ দৃশ্যে মনোজের অভিনয় করা উচিত হয়নি বলে মত দিয়েছেন তার ভক্ত-অনুরাগীরা। এ পরিস্থিতিতে নীরবতা ভাঙলেন মনোজ। বিষয়টি নিয়ে হিন্দুস্তান টাইমস সিটির সঙ্গে কথা বলেছেন এই অভিনেতা।
মনোজ বাজপেয়ী বলেন, “এ বিষয়ে কানুর (পরিচালক) সঙ্গে আমি অনেক আলোচনা করেছি। এই দৃশ্যে অভিনয়ের জন্য সে আমাকে রাজি করাতে সক্ষম হয়। নায়কের সঙ্গে তার স্ত্রী কিংবা গার্লফ্রেন্ডের আবেগের বিনিময়ের জন্য সত্যি এই দৃশ্যগুলো প্রয়োজন ছিল। এই আদান-প্রদান খুবই তীব্র ছিল, তাই আমাদের কথপোকথন করতে হয়েছে। খুব একান্তভাবে দৃশ্যগুলো ঘরের ভেতরে শুটিং করা হয়েছে। এজন্য আমরা আর কোনো উপায় পাইনি।”
নিজেকে ‘লাজুক’ দাবি করে মনোজ বাজপেয়ী বলেন, “আমি পুরো ভাবনার (গল্প) সঙ্গে পরিপূর্ণভাবে একমত ছিলাম। কিন্তু ‘গ্রামের ছেলে’ ব্যাপারটি যা এখনো আমার মধ্যে রয়েছে; এটি আমাকে থামিয়ে দিচ্ছিল। লাজুক, আত্মসংযমী মনোজ বাজপেয়ীকে পেছনে ঠেলে দিচ্ছিল।”
অন্তরঙ্গ দৃশ্য দেখে আপনার স্ত্রীর প্রতিক্রিয়া কী? জবাবে মনোজ বাজপেয়ী বলেন, “এদিক থেকে আমার স্ত্রী অনেক ভালো। আমার স্ত্রী যদি এমন দৃশ্যে অভিনয় করতে চায় আমারও কোনো আপত্তি নেই। সিনেমা কিংবা গল্পের দারুণ বিচারক সে। সুতরাং এতে আমার কোনো সমস্যা হয়নি। মূলত, সমস্যা আমাকে নিয়েই ছিল; যে ছোট একটি জায়গা থেকে এসেছি। আমি সবসময়ই বিষয়টি নিয়ে লড়াই করেছি। বিয়ের আগে কাউকে বলতে পারিনি, ‘আমি তোমাকে ভালোবাসি’।”
ক্রাইম-ড্রামা ঘরানার ‘ডেসপাচ’ সিনেমায় অনুসন্ধানী এক সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন মনোজ বাজপেয়ী। তা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন— শাহানা গোস্বামী, অর্চিতা আগারওয়াল, ঋতুপর্ণা সেন প্রমুখ।