সারা বাংলা

২ বছর ৩ মাস পর মিয়ানমার থেকে চাল আমদানি

প্রায় দুই বছর তিন মাস পর কক্সবাজারের টেকনাফ বন্দরে মিয়ানমার থেকে চাল এসেছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে দেশটির মংডু থেকে ১৯ মেট্রিক টন চাল নিয়ে একটি ট্রলার টেকনাফ বন্দরের জেটিতে পৌঁছায়। সর্বশেষ ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর টেকনাফ বন্দর দিয়ে চাল আমদানি হয়েছিল।

চালের আমদানিকারক প্রতিষ্ঠান জিন্না অ্যান্ড ব্রাদার্স। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, মোহাম্মদ সেলিম নামে স্থানীয় এক ব্যবসায়ীর পক্ষে এই চাল আমদানি করা হয়েছে। খালাসের পর চাল দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হবে।

চালবাহী ট্রলারের মাঝি মো. জামাল জানান, মংডু থেকে আরাকান আর্মির সহযোগিতায় চাল বোঝাই করা হয়। ট্রলারটি চাল খালাস শেষে মংডুতে ফিরে যাবে।

মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের কারণে টেকনাফ স্থলবন্দর দিয়ে আমদানি দীর্ঘদিন বন্ধ ছিল। এ পরিস্থিতিতে সাম্প্রতিক সময়ে শুধু ইয়াঙ্গুন বন্দর থেকে পণ্য আসছিল। তবে সংঘাতের আগে প্রতি সপ্তাহে ৮-১৫টি নৌযান টেকনাফে পণ্য নিয়ে আসত, যা এখন কমে মাসে ৬-৭টিতে দাঁড়িয়েছে।

টেকনাফ স্থলবন্দরের পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট টেকনাফ লিমিটেডের ব্যবস্থাপক আনোয়ার হোসেন বলেন, দীর্ঘদিন পর আমদানি শুরু হওয়া ইতিবাচক। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে পণ্য আমদানি আরও বাড়বে।