জাতীয়

নারীদের প্রতি সাইবার সহিংসতা প্রতিরোধের আহ্বান ইউএনডিপির

বাংলাদেশের নারীদের জন্য নিরাপদ ইন্টারনেট নিশ্চিতে সামাজিক সচেতনতার আহ্বান জানিয়েছে জাতিসংঘের উন্নয়ন সংস্থা ইউএনডিপি। 

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ঢাকার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইউএনডিপি বাংলাদেশের ‘কমবেটিং সাইবার ভায়োলেন্স অ্যাগেইনস্ট উইমেন’ প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে এ আহ্বান জানানো হয়। দক্ষিণ কোরিয়া সরকারের সহযোগিতায় সিউল পলিসি সেন্টারের সঙ্গে যৌথভাবে সংলাপটি আয়োজন করা হয়।

বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক সাইবার সহিংসতা মোকাবিলায় তার সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, “কোরিয়ান সরকার সাইবার সহিংসতা মোকাবিলা করার প্রচেষ্টাকে সমর্থন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রকল্পটি ক্রমবর্ধমান উদ্বেগ মোকাবিলায় গুরুত্ব দিয়ে আসছে।”

নিরাপদ ডিজিটাল স্পেস তৈরিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ইউএনডিপি বাংলাদেশের প্রশংসা করেন ইয়ং।

ইউএনডিপি বাংলাদেশের ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সোনালি দয়ারত্নে প্রকল্পের প্রাক্টিক্যাল কার্যক্রমের প্রশংসা করেন। তিনি বলেন, “সাইবার সহিংসতার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নারী ও যুবকদের সরাসরি জড়িত করার জন্য এবং নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তোলার জন্য প্রকল্পটি অবদান রেখেছে।”

প্রকল্পের মাধ্যমে ৩০ লাখের বেশি মানুষকে প্রত্যক্ষপরোক্ষ ভাবে সচেতন করা হয়। স্টেক হোল্ডাররা অনলাইন স্পেসগুলিতে মহিলা এবং মেয়েদের সুরক্ষার জন্য টেকসই অংশীদারত্ব, নীতি সংস্কার এবং সম্প্রদায়ের সম্পৃক্ততার গুরুত্বের ওপর জোর দিয়েছেন।

ইভেন্টটি ইউএনডিপি বাংলাদেশের র্তয়জ সাইবারলেন্স চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে শেষ হয়। যেখানে সাইবার সহিংসতার ওপর নির্মিত শর্ট ফিল্ম প্রদর্শন করা হয়।