যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনে দিনব্যাপী মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
সন্ধ্যায় মূল অনুষ্ঠানটি পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়।মালদ্বীপে বাংলাদেশ মিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
পরবর্তীতে অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়।
বাণী পাঠ করেন হাইকমিশনের প্রশাসনিক কর্মকর্তা শিরিন ফারজানা, কল্যাণ সহকারী আল মামুন পাঠান ও কনস্যুলার সহকারী ময়নাল হোসেন।
এরপর মহান বিজয় দিবসের ওপর একটি আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনায় প্রবাসী বাংলাদেশি নাগরিক খলিলুর রহমান, মোহাম্মদ সোহেল রানা, বাংলাদেশি চিকিৎসক মোক্তার আলী লস্কর বক্তব্য দেন।