রাজবাড়ী গোয়ালন্দের মকবুলের দোকান এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাসচাপায় মো. জাহাঙ্গীর মোল্লা (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নবুওছিমুদ্দিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ভ্যানের যাত্রী মো. জাহাঙ্গীর মোল্লা রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের শমেসপুর গ্রামের সোনামুদ্দিনের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন। আহত ও নিহতরা ব্যাটারিচালিত ভ্যানের যাত্রী ছিলেন। আহতদের মধ্যে ৩ জন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে। তবে বাকি ২ জন গুরুতর অবস্থা হওয়ায় তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, হঠাৎ একটি বিকট শব্দ পাওয়ায় দ্রুত তারা এসে দেখতে পায় ভ্যানটি দুমড়ে-মুচড়ে সড়ক থেকে নিচে পড়ে আছে। পাশেই ৬ জন পড়ে আছে। তারা দ্রুত তাদেরকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই একজন মারা যান।
আহলাদিপুর হাইওয়ে থানার এসআই জুয়েল শেখ বলেন, “স্থানীয়দের কাছে খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে যাই। এ ঘটনায় একজন নিহত ও ৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।”
তিনি আরো বলেন, “ঘাতক বাসটিকে শনাক্ত করা যায়নি। তবে বাসটি দৌলতদিয়া থেকে ফরিদপুরের দিকে গেছে। শনাক্তের চেষ্টা চলছে এবং আহত দুজন ফরিদপুরে চিকিৎসাধীন।”