সারা বাংলা

২১ দিন পর চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে আমদানি-রপ্তানি শুরু

ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে ভারতীয় ইসকন কর্মীদের বাধায় বন্ধ হওয়া মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে ২১ দিন পর আমদানি-রপ্তানি শুরু হয়েছে। 

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে ভারতের সাথে আমদানি রপ্তানি শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের পরিদর্শক হাবিবুর রহমান।

জানা গেছে, ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর গত ২৭ নভেম্বর মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে রপ্তানির জন্য আসা ৬ ট্রাক বাংলাদেশী মাছ ত্রিপুরার কৈলাশহরের মনু শুল্ক স্টেশনে ঢুকতে দেওয়া হয়নি। বাংলাদেশী ব্যবসায়ীরা দুই দিন ভারতীয় ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করেও তাদের মাছ রপ্তানি করতে পারেনি। এরপর থেকে ত্রিপুরার মনু শুল্ক স্টেশন এলাকায় অবস্থান নেয় ভারতীয় বিক্ষোভকারীরা। এছাড়াও ভারতীয় বিক্ষোভকারীরা গত ৩ ডিসেম্বর (মঙ্গলবার) সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশেরও উদ্যোগ নিলে ভারতীয় সীমান্ত রক্ষী বিএসএফ ও পুলিশের বাঁধায় তারা প্রবেশ করতে পারেনি।

দুই দেশের আমদানি-রপ্তানিকারকদের মধ্যে আলোচনার পর চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে মঙ্গলবার জারা এন্টারপ্রাইজের ৯টি ট্রাকে ৬৭ মেট্রিক টন বিভিন্ন জাতের বাংলাদেশি মাছ ও সুমন খান নামে এক ব্যবসায়ীর আরও এক ট্রাকে ৩ মেট্রিক টন বাংলাদেশি মাছ ভারতের ত্রিপুরায় রপ্তানি করা হয়। 

চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের আমদানি-রপ্তানিকারক জসিম উদ্দিন বলেন, “টানা ২১ দিন এ পথে আমদানি রপ্তানি বন্ধ ছিল। বন্ধ থাকা অবস্থায় ত্রিপুরার ব্যবসায়ীদের সাথে আলোচনার পর মঙ্গলবার দুপুরে ৯টি ট্রাকে ত্রিপুরায় ৬৭ মেট্রিক টন বাংলাদেশি মাছ রপ্তানি করা হয়েছে। সুমন খান নামে আরও এক ব্যবসায়ীর ৩ মেট্রিক টন মাছ রপ্তানি হয়েছে।” 

চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের পরিদর্শক হাবিবুর রহমান বলেন, “ভারতীয় এলাকায় বিক্ষোভকারীদের অবস্থানের কারনে গত ২৭ নভেম্বর থেকে বাংলাদেশি মাছ ভারতীয় শুল্ক স্টেশনে যেতে পারেনি। দুই দেশের ব্যবসায়ীদের সমন্বয়ে সিদ্ধান্তক্রমে ২১ দিন পর মঙ্গলবার থেকে চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে ত্রিপুরায় মাছ রপ্তানি শুরু হয়েছে।”