খেলাধুলা

বৃষ্টিতে ড্র ব্রিসবেন টেস্ট

শেষ পর্যন্ত সেটাই হলো। বৃষ্টির নিয়ন্ত্রণে থাকা ব্রিসবেন টেস্ট শেষ পর্যন্ত নিষ্প্রাণ ড্রয়ের মধ্য দিয়ে শেষ হলো।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া সবকটি উইকেট হারিয়ে ৪৪৫ রান করে। জবাবে ভারত তাদের প্রথম ইনিংসে ১০ উইকেটে করে ২৬০ রান। ১৮৫ রানের লিড নিয়ে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দারুণ ব্যাটিং বিপর্যয়ে পড়ে। ৮৫ রান তুলতেই হারিয়ে বসে ৭ উইকেট। এরপর অবশ্য ৮৯ রানে তারা ইনিংস ঘোষণা করে বসে। ভারতের সামনে ৫১ ওভারে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ২৭৫ রান।

সেই রান তাড়া করতে নেমে ২.১ ওভারে বিনা উইকেটে ৮ রান তুলতেই বৃষ্টি শুরু হয়। সে কারণে চা বিরতি আগে দেওয়া হয়। কিন্তু বৃষ্টির কারণে এরপর আর মাঠে নামা হয়নি তাদের। তাতে ড্র মেনে নেয় উভয় দল।

এই ড্রতে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজ ১-১ সমতায় থাকলো। যদিও আরও দুটি ম্যাচ বাকি রয়েছে। ব্যাট হাতে ১৫২ ও বল হাতে ১ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন ট্র্যাভিস হেড।

৯ উইকেট হারিয়ে ২৫২ রান তুলে চতুর্থ দিন শেষ করা ভারত আজ পঞ্চম দিনে ব্যাট করতে নামে। আগের দিন ২৭ রানে অপরাজিত থাকা আকাশ দীপ ৩১ রান করে আউট হলে ২৬০ রানে অলআউট হয় ভারত। বুমরাহ ১০ রানে অপরাজিত থাকেন। বল হাতে প্যাট কামিন্স ৪টি ও স্টার্ক ৩টি উইকেট নেন।

এরপর অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে ভারতের পেসারদের তোপের মুখে পড়ে। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। তাতে ১৭.১ ওভারেই তারা হারিয়ে বসে ৭ উইকেট। এরপর ৮৯ রানে গিয়ে ইনিংস ছেড়ে দেয়। ব্যাট হাতে প্যাট কামিন্স সর্বোচ্চ ২২ রান করেন। আলেক্স ক্যারি করেন অপরাজিত ২০ রান। আর হেডের ব্যাট থেকে আসে ১৭ রান। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি।

বল হাতে বুমরাহ ৬ ওভারে ১ মেডেনসহ ১৮ রান দিয়ে ৩টি উইকেট নেন। মোহাম্মদ সিরাজ ও আকাশ দীপ নেন ২টি করে উইকেট।