চলতি বছরে জহির ইকবালকে বিয়ে করেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। হিন্দু ধর্মের অনুসারী হয়ে একজন মুসলমানকে বিয়ে করার কারণে সমালোচনার মুখে পড়েন এই অভিনেত্রী। এবার সোনাক্ষীর বাবা শত্রুঘ্ন সিনহাকে নিয়ে কটাক্ষ করে মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছেন ‘শক্তিমান’ অভিনেতা মুকেশ খান্না।
মূলত, ২০১৯ সালে ‘কৌন বনেগা ক্রোড়পতি’-এর পুরোনো একটি এপিসোডে সোনাক্ষীকে ‘রামায়ণ’ থেকে প্রশ্ন করা হয়েছিল। কিন্তু সঠিক উত্তর দিতে ব্যর্থ হন এই অভিনেত্রী। সেই ঘটনা টেনে শত্রুঘ্ন সিনহাকে কটাক্ষ করে মন্তব্য করেন মুকেশ খান্না। এ অভিনেতা বলেন, “হনুমানজি কার জন্য সঞ্জীবনী বুটি এনেছিলেন?’— এই প্রশ্নের উত্তর জানেন না সোনাক্ষী, এটা সত্যি দুঃখজনক। এটা সোনাক্ষীর দোষ নয়, এটি আসলে ওর বাবার দোষ। সন্তানদের এই সব না শেখানোর জন্য তিনিই দায়ী।” তারপর এ নিয়ে জোর চর্চা শুরু হয়। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন শত্রুঘ্ন সিনহা।
বলিউড হাঙ্গামাকে শত্রুঘ্ন সিনহা বলেন, “রামায়ণ নিয়ে কোনো একটি প্রশ্নের উত্তর সোনাক্ষী না দিতে পারা নিয়ে কারো কারো সমস্যা হয়েছে। প্রথমত, আমার প্রশ্ন এই ব্যক্তি কে? ‘রামায়ণ’সহ সব বিষয়ে বিশেষজ্ঞ হওয়ার তার কী যোগ্যতা রয়েছে? এই ব্যক্তি কে? তাকে হিন্দু ধর্মের অভিভাবক হিসেবে কে নিযুক্ত করেছে?”
সোনাক্ষী সিনহাকে নিয়ে গর্বিত শত্রুঘ্ন সিনহা। তার ভাষায়— “আমি আমার তিন সন্তান নিয়েই খুব গর্বিত। সোনাক্ষী তার নিজ যোগ্যতায় সফল অভিনেত্রী হয়েছে। আমি কখনো তার ক্যারিয়ারে কোনো সাহায্য করিনি। সোনাক্ষী এমন একজন মেয়ে, যাকে নিয়ে সব বাবারই গর্ব হবে।”
সোনাক্ষী হিন্দু হওয়ার ‘অযোগ্য’ এমন মন্তব্য সঠিক নয় বলে মনে করেন শত্রুঘ্ন। এ তথ্য উল্লেখ করে তিনি বলেন, “রামায়ণ সম্পর্কে একটি প্রশ্নের উত্তর না দেওয়া থেকে সোনাক্ষী হিন্দু হওয়ার অযোগ্য এটা বলা যায় না। এজন্য কারো কাছ থেকে সার্টিফিকেট নেওয়ার প্রয়োজন নেই।”