সারা বাংলা

সিলেটে দম্পতির রহস্যজনক মৃত্যু

সিলেট নগরীতে এক দম্পতির রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (১৮ডিসেম্বর) সকালে নগরীর চালিবন্দর এলাকার একটি কলোনিতে মারা যান তারা। 

পুলিশ বলছে, কী কারণে তাদের মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তাদের শরীরে আঘাতের চিহ্ন বা তারা আত্মহত্যা করেছেন এমন কোনো আলামত পাওয়া যায়নি।

মারা যাওয়ারা হলেন- সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার রুবেল আহমদ (৩০) ও তার স্ত্রী রাজনা বেগম (২৫)।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “বুধবার সকালে রাজনা বেগম মারা যান। হাসপাতালে নেওয়ার পর তার স্বামী রুবেল মিয়া মারা যান। কী কারণে তাদের মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। কারণ তাদের শরীরে আঘাতের চিহ্ন বা তারা আত্মহত্যা করেছেন এমন কোনো আলামত পাওয়া যায়নি।” 

তিনি আরো বলেন, “রুবেল আহমদ নিজেকে রুমেলা হিজড়া নামে পরিচয় দিতেন। প্রকৃতপক্ষে তিনি একজন পুরুষ লোক। এ দম্পতির দুটি সন্তান রয়েছে। দুজনের মরদেহ সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্তে শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”