হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন কর্মীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে তিনজনকে মাধবপুর থানা থেকে হবিগঞ্জ আদালতে সোপর্দ করা হয়। সেখান থেকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।
গত সোমবার দিবাগত রাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্যানারে বিজয় দিবসের শ্রদ্ধা নিবেদন করে সেই কর্মকাণ্ডের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করেন তারা। এরপর গতকাল মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- জেলার মাধবপুর উপজেলার ছাতিয়াইন উত্তর গ্রামের নিখিল সরকারের ছেলে দিপঙ্কর সরকার (২৮), মৃত ফেরু মিয়ার ছেলে খলিল মিয়া (৩২) ও ছাতিয়াইন দক্ষিণ গ্রামের আব্দুল হাসিমের ছেলে সাদ্দাম হোসেন (৩০)।
ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, “নিষিদ্ধ সংগঠনের তৎপরতা চালানোর সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়। গত ৪ ও ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলায় তাদের অংশ নেওয়ার তথ্য পাওয়া গেছে। এসব ঘটনায় দায়ের হওয়া মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।”