জাতীয়

সাদ অনুসারীদের নিষিদ্ধ করার দাবি মামুনুল হকের

তাবলিগ জামাতের মাওলানা সাদ কান্ধলভিপন্থি অংশকে নিষিদ্ধ এবং তাদের ইজতেমা করতে না দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মো. মামুনুল হক।

বুধবার (১৮ ডিসেম্বর) সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে এ দাবি জানান তাবলিগ জামাতের মাওলানা জুবায়েরপন্থিদের নেতা মামুনুল হক। 

মাওলানা সাদের অনুসারীরা সন্ত্রাসী কায়দায় জুবায়ের অনুসারীদের ওপর হামলা করে চার জনকে খুন করেছে, এ অভিযোগ করে তিনি বলেন, “তারা বাংলাদেশবিরোধী শক্তির দোসর হিসেবে ভূমিকা পালন করছে। এই অপশক্তিকে প্রতিহত করা শুধু আলেম-ওলামাদের কাজ নয়, এটি রাষ্ট্র ও প্রশাসনেরও কাজ।”

সাদপন্থিদের হামলায় হতাহতের ঘটনায় বুধবারের মধ্যে মামলা দায়ের করা হবে, জানিয়ে মামুনুল হক বলেন, “আমরা সাদপন্থিদের সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে তাদের নিষিদ্ধ করার দাবি জানিয়েছি।”

সরকার সাদপন্থিদের ইজতেমা করার অনুমতি দিলে আপনাদের অবস্থান কী হবে, জানতে চাইলে তিনি বলেন, “আশা করি, সরকার সেই ভুল করবে না।”

আগামীকাল বৃহস্পতিবার দুপুরে টঙ্গী ময়দান অভিমুখে লং মার্চ হবে কি না, তা কাকরাইল মসজিদে গিয়ে আলোচনার পর ঘোষণা দেওয়া হবে বলেও জানান মামুনুল হক।

এর আগে বেলা ১১টায় মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের নিয়ে বৈঠকে বসেন অন্তর্বর্তী সরকারের পাঁচ উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে এ বৈঠক হয়। পরে মাওলানা জুবায়েরের অনুসারীদের সঙ্গে বৈঠক করেন উপদেষ্টারা।