উপমহাদেশের সবচেয়ে বড় লোকসংগীতের আসর ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’। ২০১৯ সালে রাজধানীর আর্মি স্টেডিয়ামে বসেছিল এ উৎসবের পঞ্চম আসর। এরপর নানা কারণে আর বসেনি সুরের এই মিলন মেলা।
আগামী বছরের জানুয়ারিতে রাজধানীর আর্মি স্টেডিয়ামে ফোক ফেস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ফের এলো লোকগানের ভক্তদের জন্য দুঃসংবাদ। কারণ নিরাপত্তার শঙ্কায় আর্মি স্টেডিয়াম ভেন্যু বরাদ্দ বাতিল করেছে। ফলে পূর্ব নির্ধারিত তারিখে উৎসবটি হচ্ছে না। এ উৎসবের আয়োজক প্রতিষ্ঠান সান কমিউনিকেশনসের এক্সিকিউটিভ ক্রিয়েটিভ ডিরেক্টর তানভীর হোসেন গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছন।
তানভীর হোসেন বলেন, “আমরা উৎসবটি করতেই চাই। তবে এ বছর না হলেও আগামী বছর চেষ্টা করব।”
২০১৫ সালে প্রথমবার অনুষ্ঠিত হয় ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট। এখন পর্যন্ত ১৭টি দেশের ৫০০ লোকসংগীত শিল্পী এতে অংশ নিয়েছেন। সর্বশেষ ২০১৯ সালের ১৪-১৬ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয় এই উৎসব।
সর্বশেষ আসরে সংগীত পরিবেশন করেন বাংলাদেশের শাহ আলম সরকার, শফিকুল ইসলাম, মালেক কাওয়াল, ফকির শাহাবুদ্দিন, কাজল দেওয়ান, চন্দনা মজুমদার, কামরুজ্জামান রাব্বিসহ অনেকে।
বিদেশি শিল্পীদের মধ্যে ছিলেন— শেভেনেবুরেবি (জর্জিয়া), হিনা নাসরুল্লাহ (পাকিস্তান), হাবিব কইটে অ্যান্ড বামাদা (মালি), সাত্তুমা (রাশিয়া), জুনুন (পাকিস্তান)।