কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ডিজিটাল হাইজিন ও ফ্যাক্ট-চেকিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে কর্মশালাটি অনুষ্ঠিত।
এমআরডিআই-এর সহযোগিতায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে আয়োজিত কর্মশালায় ডিজিটাল হাইজিন বিষয়ক প্রশিক্ষক হিসেবে ছিলেন এমআরডিআই-এর এক্সিকিউটিভ ডিরেক্টর হাসিবুর রহমান মুকুর। এছাড়া ফ্যাক্ট-চেকিং বিষয়ক প্রশিক্ষক হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সাইফুল আলম।
এ সময় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক কাজী এম. আনিছুল ইসলাম ও প্রভাষক জাকিয়া জাহান মুক্তা উপস্থিত ছিলেন।
কর্মশালায় অংশগ্রহণকারীদের ডিজিটাল হাইজিন, সাইবার অপরাধ, ডিজিটাল নিরাপত্তা, ফ্যাক্ট-চেকিং, তথ্য বিশৃঙ্খলা এবং তথ্য বিভ্রাট সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া হয়।
এ বিষয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান মাহমুদুল হাসান রাহাত বলেন, “আমরা সবাই সেমিনারটির মাধ্যমে নতুন কিছু জানতে পেরেছি। প্রশিক্ষণ গ্রহণের আগে আমাদের চিন্তা-ভাবনা এক রকম ছিল। আর প্রশিক্ষণ শেষে এখন তা পরিবর্তিত হয়েছে। এখন আমরা আবেগের তাড়নায় অনলাইনে কোনো তথ্য বা ছবি শেয়ার করব না। এটা আমাদের ভবিষ্যতে ক্ষতির মুখে ফেলতে পারে।”