নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কুড়িল বিশ্বরোড-কাঞ্চন সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী আব্দুর রউফ ও শিপন নামে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে পূর্বাচল উপ-শহরের ৩০০ ফুট সড়কের ভুঁইয়াবাড়ী ব্রিজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতরা ঢাকা থেকে চাঁদপুরে যাচ্ছিলেন বলে জানান তাদের বন্ধু রাকিব হাসান।
রাকিব হাসান বলেন, “রাজধানীর যমুনা ফিউচারপার্ক এলাকায় আব্দুর রউফ ও শিপনের মোবাইলের দোকান রয়েছে। আজ মার্কেট বন্ধ থাকায় ছয়টি মোটরসাইকেলযোগে তারা ১২ জন বন্ধু পূর্বাচলের ৩০০ ফুট সড়ক দিয়ে চাঁদপুর যাচ্ছিলেন। পূর্বাচলের ৩ নং সেক্টরের ভুঁইয়াবাড়ী ব্রিজে পৌঁছলে শিপন ও রউফকে বহনকারী মোটরসাইকেলটি ব্রিজের রেলিংয়ে গিয়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিপন ও রউফ মারা যান।”
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, পুলিশ ঘটনাস্থল থেকে আব্দুর রউফ ও শিপনের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করেছে।