বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ‘ইনফরমেশন সেশন অন অ্যাডুকেশন ইন ইউএসএ অ্যান্ড স্কলারশিপ অপারচুনিটি’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে অ্যাকাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাস রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক ড. মো. ইলিয়াছ প্রামানিক, ঢাকাস্থ ইউএস অ্যাম্বাসির ডিরেক্টর অব পাবলিক অ্যাংগেজ স্কট হার্টম্যান, ইয়ুথ এক্সচেঞ্জ অ্যান্ড অ্যালামনাই কো-অর্ডিনেটর এ কিউ এম মুশফিক হাসান প্রমুখ।
সভায় ঢাকাস্থ ইউএস অ্যাম্বাসির পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশী শিক্ষার্থীদের মার্কিন যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা ও উপবৃত্তির সুবিধা সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করেন।
বেরোবি স্কলারশিপ সাপোর্ট অফিসের উদ্যোগে আয়োজিত এ সভায় শতাধিক শিক্ষার্থী অংশ নেন।