মা হলেন ‘গোপী বৌমা’খ্যাত ভারতীয় টেলিভিশন অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য। বুধবার (১৮ ডিসেম্বর) পুত্রসন্তানের জন্ম দেন তিনি। দেবলীনা-শানাওয়াজ দম্পতির এটি প্রথম সন্তান।
দেবলীনা ভট্টাচার্য তার ইনস্টাগ্রাম পোস্টে মা হওয়ার ঘোষণা দিয়ে লেখেন, “আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, ১৮ ডিসেম্বর আমাদের কোলজুড়ে একটি পুত্রসন্তান এসেছে।”
২০২২ সালের ডিসেম্বর নিজের জিম ট্রেইনার শানাওয়াজ শেখের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন দেবলীনা। গত ১৫ আগস্ট সোশ্যাল মিডিয়ায় বেবি বাম্পের ছবি দিয়ে মা হতে যাওয়ার ঘোষণা দেন এই অভিনেত্রী।
বিতর্কিত টিভি রিয়েলিটি শো বিগ বসের ১৫তম আসরের আলোচিত প্রতিযোগী ছিলেন দেবলীনা। এতে অংশ নিয়ে পোল টাস্কে মুখোমুখি হয়েছিলেন দেবলীনা-রাশমি। এই টাস্ক জয়ের জেদ তাদের এতটাই ছিল যে, টানা ১৯ ঘণ্টা একই স্থানে দাঁড়িয়ে থাকেন দেবলীনা।
পরিস্থিতি এমন অবস্থায় পৌঁছায় যে, নিজের প্যান্টে প্রস্রাব করে দেন দেবলীনা; তবু হাল ছাড়েননি আসামের এই বাঙালি অভিনেত্রী। কিন্তু সেই টাস্কই কাল হয় দেবলীনার। কারণ তার পায়ের নার্ভ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। এজন্য তার অস্ত্রোপচারও করা হয়েছিল।