অর্থনীতি

ছয় কোম্পানি ও এক বন্ডের ক্রেডিট রেটিং নির্ণয়

পুঁজিবাজারে তালিকাভুক্ত ছয়টি কোম্পানি ও একটি বন্ডের ক্রেডিট রেটিং নির্ণয় করে তা প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

যেসব কোম্পানি ও বন্ডের ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে, সেগুলো হলো—অ্যাগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড (প্রাণ), সিভিও পেট্রো কেমিক্যাল রিফাইনারি লিমিটেড, ক্রাউন সিমেন্ট পিএলসি, শাইনপুকুর সিরামিকস লিমিটেড, বসুন্ধরা পেপার মিলস লিমিটেড, কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং এমটিবি পারপেচুয়াল বন্ড।

প্রাণের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)। কোম্পানিটির দীর্ঘ মেয়াদে ‘এএ-’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-৩’ রেটিং হয়েছে। ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক গুণগত তথ্যের ভিত্তিতে কোম্পানিটির এ ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে।

সিভিও পেট্রো কেমিক্যালের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)। কোম্পানিটির দীর্ঘ মেয়াদে ‘বিবিবি১’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-৩’ রেটিং হয়েছে। ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২৪ সালের ৩১ অক্টোবর পর্যন্ত ব‌্যাংকের দায় এবং এবং অন্যান্য প্রাসঙ্গিক গুণগত তথ্যের ভিত্তিতে কোম্পানিটির এ ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে।

ক্রাউন সিমেন্টের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)। কোম্পানিটির দীর্ঘ মেয়াদে ‘এএ১’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-২’ রেটিং হয়েছে। ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২৪ সালের ৩১ অক্টোবর পর্যন্ত ব‌্যাংকের দায় এবং এবং অন্যান্য প্রাসঙ্গিক গুণগত তথ্যের ভিত্তিতে কোম্পানিটির এ ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে।

শাইনপুকুর সিরামিকসের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)। কোম্পানিটির দীর্ঘ মেয়াদে ‘এএ১’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-২’ রেটিং হয়েছে। ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২৪ সালের ৩১ অক্টোবর পর্যন্ত ব‌্যাংকের দায় এবং অন্যান্য প্রাসঙ্গিক গুণগত তথ্যের ভিত্তিতে কোম্পানিটির এ ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে।

বসুন্ধরা পেপার মিলসের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)। কোম্পানিটির দীর্ঘ মেয়াদে ‘এএ১’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-১’ রেটিং হয়েছে। ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২৪ সালের ৩০ নভেম্বর পর্যন্ত ব‌্যাংকের দায় এবং এবং অন্যান্য প্রাসঙ্গিক গুণগত তথ্যের ভিত্তিতে কোম্পানিটির এ ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে।

কাশেম ইন্ডাস্ট্রিজের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)। কোম্পানিটির দীর্ঘ মেয়াদে ‘এএ১’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-২’ রেটিং হয়েছে। ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২৪ সালের ৩০ অক্টোবর পর্যন্ত ব‌্যাংকের দায় এবং এবং অন্যান্য প্রাসঙ্গিক গুণগত তথ্যের ভিত্তিতে কোম্পানিটির এ ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে।

এমটিবি পারপেচুয়াল বন্ডের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)। বন্ডটির দীর্ঘ মেয়াদে ‘এএ-’ রেটিং হয়েছে। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক গুণগত তথ্যের ভিত্তিতে এ ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে।