ঢাকার কেরাণীগঞ্জে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখা জিম্মি করা ডাকাতরা যৌথবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে বলে খবর এসেছে। ব্যাংকের ওই শাখা থেকে আত্মসমর্পণের পর তাদের নিয়ে গেছে আইনশৃঙ্খল রক্ষাকারী বাহিনী, এমনটিও শোনা গেছে। ঘটনাস্থল থেকে পাঠানো ভিডিও ফুটেজে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি বের হতে দেখা গেছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় র্যাব-১০ থেকে গণমাধ্যমে পাঠানো হোয়াটসঅ্যাপ বার্তায় জানানো হয়, চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকে ঢুকে ১৫ লাখ টাকা দাবি করেন তিন ডাকাত। সেই তিনজন আগ্নেয়াস্ত্রসহ যৌথবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন।
এর আগে পরিস্থিতি সম্পর্কে জানতে রাইজিংবিডি ডটকম কথা বলেছিল কেরাণীগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলামের সঙ্গে। তিনি বলেছিলেন, ব্যাংকের ভেতরে দুই থেকে তিনজন ডাকাত অবস্থান করছে।
পরে সেখানে সেনাবাহিনী অবস্থান নেয়। বিকেল সাড়ে ৫টার দিকে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে তিন ডাকাত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যাংকের ভেতরে ডাকাত দল হানা দেওয়ার খবর পেয়ে এলাকাবাসী জড়ো হতে থাকেন। একপর্যায়ে ব্যাংকে ডাকাত দলের প্রবেশের বিষয়টি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জানানো হয়। এ সময় এলাকাবাসী ব্যাংকটির চারপাশ ঘেরাও করে প্রবেশের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। খবর পেয়ে প্রথমে পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে যায়। বিকেল ৪টার দিকে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান।
পড়ুন
কেরাণীগঞ্জে রূপালী ব্যাংক জিম্মি: ‘ভেতরে ২-৩ জন ডাকাত’
রূপালী ব্যাংক জিম্মি: ডাকাতদের কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে, ধারণা পুলিশের
কেরাণীগঞ্জে রূপালী ব্যাংক জিম্মি করে রেখেছে ডাকাতরা