ঢাকা-১৬ আসনের সাবেক এমপি ইলিয়াস উদ্দিন মোল্লাহ ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর মিরপুরে ৭০০ একর সরকারি খাস জমি দখল করেছেন। তার বিরুদ্ধে এমপি থাকাকালে দল ও সরকারের প্রভাব খাটিয়ে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে নিজের ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগও আছে।
এসব অভিযোগ আমলে নিয়ে ইলিয়াস মোল্লাহর বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুদকের মহাপরিচালক আক্তার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি ইলিয়াস উদ্দিন মোল্লাহর বিরুদ্ধে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। গত ১০ অক্টোবর ওই প্রতিবেদনে বর্ণিত অভিযোগগুলো অনুসন্ধানের জন্য দুদকের মহাপরিচালক (বিশেষ তদন্ত) বরাবর পাঠানোর সিদ্ধান্ত হয়।