দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র থেমে নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণের সম্পৃক্ততায় স্বৈরাচারী পালিয়েছে, তবে দেশের ভেতরে-বাইরে দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র থেমে নেই। বর্তমানে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম শুরু হয়েছে। সংগ্রাম করেই ভবিষ্যত প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ও জনসম্পৃক্তি নিশ্চিত করতে নরসিংদীতে বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। তারেক রহমান বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন।
তারেক রহমান বলেন, রাষ্ট্রীয় ক্ষমতার সুযোগ পেলে বিএনপি ৩১ দফা বাস্তবায়ন করবে। এ জন্য যে কোনো মূল্যে ৩১ দফার পক্ষে সমর্থন নেওয়ার জন্য জনগণের পিছনে ঘুরতে হবে।
তারেক রহমান আরও বলেন, ভবিষ্যত প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে। ৩১ দফা বাস্তবায়ন হলেই নিরাপদ দেশ গড়া সম্ভব। ৩১ দফা বাস্তবায়নে সকল নেতাকর্মীদের জনগণের কাছাকাছি এবং প্রতিটি ঘরে ঘরে যেতে হবে। মায়ের কাছে যেময় একটা দুইটা টাকার জন্য ভনভন করে ঘুরেছেন, তেমনি জনগণের কাছে ভনভন করে ঘুরবেন।
নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের সভাপতিত্বে কর্মশালায় তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদী আমিন, বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যনি, সহ-ত্রাণ বিষয়ক সম্পাদক হালিমা নেওয়াজ আরলি, সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মি আক্তার, সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিছুর রহমান তালুকদার খোকনসহ কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতারা উপস্থিত হয়ে বক্তব্য রাখেন।