খেলাধুলা

এলিমিনেটর-কোয়ালিফায়ারে কে কার মুখোমুখি

জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টি আসরের রাউন্ড রবিন লিগের খেলা শেষ হয়েছে বৃহস্পতিবার। সাত ম্যাচে সাত জয়ে ১৪ পয়েন্ট নিয়ে সবার উপরে ঢাকা মেট্রো।

পঞ্চম রাউন্ড শেষে ঢাকা ও রংপুর একই অবস্থায় ছিল। ষষ্ঠ ম্যাচে ঢাকা রংপুরকে হারানোয় তারা এগিয়ে যায়। রংপুর পরবর্তীতে শেষ রাউন্ডেও খুলনার কাছে ম্যাচ হেরে দ্বিতীয় পরাজয়ের তিক্ত স্বাদ পায়। সব মিলিয়ে সাত ম্যাচে পাঁচ জয়ে তাদের পয়েন্ট ১০।

শেষ রাউন্ডে রংপুরকে হারিয়ে খুলনা চতুর্থ জয় নিয়ে তৃতীয় অবস্থানে থেকে নিশ্চিত করে সেরা চার। নাটকীয়ভাবে চট্টগ্রাম শেষ দল হিসেবে নিশ্চিত করেছে সেরা চার। তাদের ও ঢাকা বিভাগের পয়েন্ট ৬ করে। রান রেটে এগিয়ে ঢাকাকে টপকে চট্টগ্রাম গেছে পরের রাউন্ডে।

নিয়ম অনুযায়ী টুর্নামেন্টের পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল খেলবে প্রথম কোয়ালিফায়ার। যারা জিতবে তারা চলে যাবে ফাইনালে। পরাজিত দল আরেকটি ম্যাচ খেলার সুযোগ পাবে ফাইনাল খেলার।

তৃতীয় ও চতুর্থ দল খেলবে এলিমিনেটর ম্যাচ। এলিমিনেটর ম্যাচের বিজয়ী দল প্রথম কোয়ালিফায়ারের বিজয়ী দলের সঙ্গে খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ার। যারা জিতবে তারা যাবে ফাইনালে।

শনিবার সকালে টুর্নামেন্টের এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে খুলনা ও চট্টগ্রাম। একই দিন দুপুরে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে লড়বে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ঢাকা মেট্রো ও দুইয়ে থাকা রংপুর। রোববার হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। ফাইনাল মঙ্গলবার। 

লম্বা সময় পর জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টি আয়োজিত হয়েছে। টুর্নামেন্ট এ পর্যন্ত বেশ সফল। শেষটায় কার মুখে হাসি ফোঁটে সেটা দেখার অপেক্ষা।