নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলাধীন ৩০০ ফিট এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বুয়েটের আরও দুই শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত ৩টার দিকে পূর্বাচলের ৩০০ ফিটে নীলা মার্কেট (কুড়িল-কাঞ্চন সড়ক) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম মুনতাসির মাসুদ। আহতরা হলেন—অমিত সাহা ও মেহেদী হাসান। তিন জনের বয়স ২২ বছর। মুনতাসির মাসুদের মরদেহ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।
মুহতাসিম মাসুদ বুয়েটে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে পড়তেন। তিনি রাজধানীর কলাবাগান থানাধীন গ্রিন রোড এলাকার বাসিন্দা মাসুদ মিয়ার ছেলে। আহত মেহেদী হাসান খান ও অমিত সাহা সিএসই বিভাগের শিক্ষার্থী। মেহেদী কুমিল্লা সদর উপজেলার মফিজুর রহমান খানের ছেলে এবং অমিত ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার তপন কুমার সাহার ছেলে। মেহেদী রাজধানীর স্কয়ার হাসপাতালে এবং অমিত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
দুর্ঘটনায় আহত হওয়ার পর ওই তিনজনকে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন ফাইয়াজ আহমেদ। তিনি সাংবাদিকদের বলেছেন, “বৃহস্পতিবার রাতে তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। ৩০০ ফিট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিন জনই রাস্তায় ছিটকে পড়ে। পরে খবর পেয় আমরা তিন জনকে গুরুতর আহত অবস্থায় প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসক মুনতাসিরকে মৃত ঘোষণা করেন।”
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেছেন, “৩০০ ফিট এলাকায় সড়ক দুর্ঘটনায় তিন বন্ধু আহত হয়। একজন কুর্মিটোলা হাসপাতালে মারা যায়। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।”