সিরিয়ার ক্ষমতা দখলকারী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতার সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা। শুক্রবার এ বৈঠক হবে বলে জানিয়েছে রয়টার্স।
মার্কিন যুক্তরাষ্ট্র, অন্যান্য পশ্চিমা শক্তি এবং অনেক সিরিয়ান হায়াত তাহরির আল-শামের নেতৃত্বে মিলিশিয়ারা প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতন দেখে আনন্দিত হয়েছিল। তবে দলটি কঠোর ইসলামী শাসন চাপিয়ে দেবে নাকি নমনীয়তা দেখাবে ও গণতন্ত্রের দিকে অগ্রসর হবে তা স্পষ্ট নয় পশ্চিমাদের কাছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র জানিয়েছেন, বাইডেন প্রশাসনের কর্মকর্তারা এইচটিএস প্রতিনিধিদের সঙ্গে অন্তর্ভুক্তি এবং সংখ্যালঘুদের অধিকারের প্রতি শ্রদ্ধার মতো নীতি নিয়ে আলোচনা করবেন। বিষয়গুলো ওয়াশিংটন সিরিয়ার রাজনৈতিক পরিবর্তনে অন্তর্ভুক্ত করতে চায়।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের শীর্ষ মধ্যপ্রাচ্য কূটনীতিক বারবারা লিফ, প্রেসিডেন্টের জিম্মি বিষয়ক দূত রজার কারস্টেন্স এবং সিনিয়র উপদেষ্টা ড্যানিয়েল রুবিনস্টেইন দামেস্ক সফর করছেন।
মার্কিন এই প্রতিনিধি দলটি বিভিন্ন সম্প্রদায় এবং সুশীল সমাজের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র এবং আঞ্চলিক অংশীদারদের অনুমোদিত ‘পরিবর্তন নীতি’ নিয়ে আলোচনা করার জন্য এইচটিএসের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।