সারা বাংলা

দুই ছাত্র হত্যার বিচার দাবিতে উত্তাল নাচোলের মল্লিকপুর

দুই ছাত্র হত্যার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ-মানববন্ধনসহ নানা কর্মসূচিতে উত্তাল নাচোলের মল্লিকপুর বাজার।  

শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেলেও নাচোল উপজেলার মল্লিকপুর বাজারে অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ। নিহতদের স্বজন ও খোলসীবাসীর ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।

বিকেলে খলসী বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলের ব্যানারে ৬ আসামির ছবি দিয়ে তাদের ফাঁসির দাবি তোলা হয়। দোষিদের শাস্তির দাবি সংবলিত প্ল্যাকার্ড নিয়ে এলাকাবাসী মল্লিকপুর বাজারে গিয়ে মিছিলটি শেষ করে। স্লোগানে স্লোগানে ওই দুই ছাত্র হত্যার বিচার দাবি করা হয়। পরে উত্তেজিত জনতা সড়কে টায়ার জ্বালিয়ে অবস্থান নেয়। এতে চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- নিহত মাসুদের বাবা এজাবুল হক, নিহত রায়হানের বাবা আব্দুর রহিম, জাহাঙ্গীর আলম জনিসহ অন্যরা। এসময় তারা মাসুদ ও রায়হানকে হত্যাকারীদের ফাঁসি দিবি করেন।

সমাবেশে একপর্যায়ে সেখানে কথা বলেন নাচোল থানার ওসি মনিরুল ইসলাম। তিনি বলেন, “এই হত্যাকাণ্ডের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে রিমাণ্ড চাওয়া হয়েছে। আদালত তাদের দুদিনের রিমান্ড মঞ্জুর আবেদন করেছেন। রিমাণ্ডে তারা গুরুত্বপূর্ণ অনেক তথ্য দিয়েছেন। এই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।”

এর আগে গত মঙ্গলবার রাতে নাচোল উপজেলার মল্লিকপুরে ছুরিকাঘাতে মারা যান একই উপজেলার খোলসী গ্রামের এজাবুল হকের ছেলে মাসুদ রানা ও চাঁদপাড়ার আব্দুর রহিমের ছেলে রায়হান আলী। ওই ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। পূর্ব বিরোধের জের ধরে দুইপক্ষের সংঘর্ষে তারা হতাহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ওই রাতেই পুলিশ সন্দেহভাজন হিসেবে মল্লিকপুরের আজিজুল হক ও তাসিমকে আটক করে। পরে বুধবার রাতে নিহত মাসুদ রানার বাবা এজাবুল হক বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটিতে ১৮জনকে আসামি করা হয়েছে।