বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, “গত ১৫ বছর পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। পৃথিবীর কোনো দেশে নেই পুলিশ গুলি করে এতো সাধারণ মানুষ মেরেছে। এটা হয়েছে, পুলিশ বাহিনীর ওপর রাজনৈতিক কুপ্রভাব পড়েছিল বলে।”
তিনি আরো বলেন, “ভবিষ্যতে যেন আর রাজনৈতিক কুপ্রভাবে না পড়ে সে লক্ষ্যে পুলিশ রিফর্মের বিষয়ে কাজ চলছে। দলীয় স্বার্থ রক্ষায় পুলিশ যে বড় ধরনের অপরাধ করেছে, এ জন্য আমরা লজ্জিত।”
শনিবার (২১ ডিসেম্বর) সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) সদর দপ্তরের কনফারেন্স রুমে বিভাগের সব ইউনিটের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইজিপি বাহারুল আলম বলেন, “সারা দেশে লুট হওয়া ছয় হাজার অস্ত্র উদ্ধার করা হয়েছে। দেড় হাজার অস্ত্র এখনো উদ্ধার হয়নি। এসব অস্ত্র উদ্ধারে সবার সহযোগিতা প্রয়োজন।”
তিনি আরো বলেন, “পরিবর্তিত পরিস্থিতিতে মামলার ক্ষেত্রে অসাধু ব্যক্তিরা সুবিধা নিয়েছেন। নিরীহ যাদের আসামি করা হয়েছে, তাদের গ্রেপ্তার করা হবে না। হয়রানি এড়াতে খোঁজ নিয়ে তাদের পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করা হবে। পুলিশের ওপর মানুষের আস্থা ফিরিয়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ।”