খেলাধুলা

নাহিদার ৭ উইকেট, আশির ঘরে আটকে ফারজানা-শারমীন

বাংলাদেশ নারী ক্রিকেটারদের প্রথম শ্রেণির ক্রিকেটের পথ চলা শুরু হলো শনিবার (২১ ডিসেম্বর)। লাল বল, সাদা পোশাকে তিন দিনের প্রতিযোগিতায় মাঠে নেমেছেন নিগার সুলতানা জ্যোতি, শারমীন সুপ্তা, রিতু মনি, মিস্টি রানীরা।

নারীদের টেস্ট ক্রিকেটের পথে আরো একধাপ এগিয়ে নিতে চার দল নিয়ে শুরু হয়েছে নারী বিসিএল। যেখানে নর্থ জোন মুখোমুখি হয়েছে সেন্ট্রাল জোনের। ইষ্ট জোন খেলছে সাউথ জোনের বিপক্ষে। খেলা হয়েছে রাজশাহীর কামরুজ্জামান স্টেডিয়াম ও বাংলা ট্র্যাক মাঠে।

প্রথম দিনের সব আলো কেড়ে নিয়েছেন সেন্ট্রাল জোনের স্পিনার নাহিদা আক্তার। বাঁহাতি স্পিনার ৪৮ রানে পেয়েছেন ৭ উইকেট। ২৭ ওভার হাত ঘুরিয়ে ১৫টিই মেডেন নিয়েছেন নাহিদা। এছাড়া ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন নর্থ জোনের ফারজানা হক পিংকি ও ইষ্ট জোনের শারমীন সুপ্তা। তবে দুজনের কেউই পাননি সেঞ্চুরির দেখা। আশির ঘরে আটকে গেছেন।

ফারজানা ৮৬ ও শারমীন ৮৮ রান করেন। সেঞ্চুরির সুযোগ আছে আয়েশা রহমানের। সাউথ জোনের ওপেনার ৮২ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। তার ব্যাটে ভর করে সাউথ জোন ১ উইকেটে ১৬৪ রানে দিন শেষ করেছে। এর আগে ইষ্ট জোনের ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৯৩ রানে। শারমীন ১০১ বলে ১৬ চার ও ২ ছক্কায় সর্বোচ্চ ৮৮ রান করেন। ফাহিমা খাতুন ৩৪ ও শরিফা খাতুন করেন ৩০ রান।

বল হাতে সাউথ জোনের হয়ে সুলতানা খাতুন ৩০ রানে ৩ উইকেট নেন। ২টি করে উইকেট পেয়েছেন প্রীতি দাস, সালমা খাতুন ও রাবেয়া খান।

রাজশাহীর কামরুজ্জামান স্টেডিয়ামে নাহিদার বোলিং ঘূর্ণিতে নর্থ জোন ২৪০ রানের বেশি করতে পারেনি। শেষ বিকেলে তারা ইনিংস ঘোষণা করে সেন্ট্রাল জোনকে ব্যাটিংয়ে পাঠায়। দলের হয়ে সর্বোচ্চ ৮৬ রান করা ফারহানা ২৪৬ বল খেলেন। চার মেরেছেন ১০টি। এছাড়া ৫৭ রানের ইনিংস আসে রিতু মনির ব্যাট থেকে। শেষদিকে মারুফা আক্তার ২৪ রান তুলে অপরাজিত থাকেন। জবাব দিতে নেমে মুর্শিদা খাতুন ১০ ও ফারজানা আক্তার ১৫ রান তুলে দিন শেষ করেছেন।