সারা বাংলা

পাকিস্তান থেকে জাহাজে যা এসেছে

দ্বিতীয়বারের মতো পাকিস্তানের করাচি বন্দর থেকে পণ্য বোঝাই জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে।

শনিবার (২১ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে ‘এমভি ইউয়ান জিয়াং ফা ঝং’ নামের কন্টেইনারবাহী জাহাজটি বন্দরে পৌঁছায়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। 

বন্দর সূত্রে জানা গেছে, পাকিস্তান থেকে আসা জাহাজটিতে ৮১১ একক কন্টেইনার পণ্য রয়েছে। এসব কন্টেইনার খালাস ও খালি কন্টেইনার লোড করার জন্য বন্দরের এনসিটি জেটিতে জাহাজটি দুই দিন অবস্থান করবে। যাওয়ার পথে চট্টগ্রাম থেকে ইন্দোনেশিয়ার বন্দরের জন্য ৪০০ টিইইউ’স (২০ ফুট দীর্ঘ হিসাবে) এবং মালয়েশিয়ার বন্দরের জন্য ৬০০ টিইইউ’স খালি কন্টেইনার নিয়ে যাবে জাহাজটি।

যা যা এসেছে জাহাজটিতে:

জাহাজটিতে এবার আমিরাত ও পাকিস্তান থেকে আনা হয়েছে ৮১১ একক কন্টেইনরা। এর মধ্যে ৬৭৮ একক কন্টেইনার পণ্য এসেছে পাকিস্তান থেকে। যার মধ্যে অধিকাংশই পরিশোধিত চিনি ও খনিজ পদার্থ ডলোমাইট। 

পাকিস্তান থেকে এবার ২৮৫ কন্টেইনারে ১ লাখ ৪৮ হাজার ২০০ ব্যাগ চিনি আনা হয়েছে। যার পরিমাণ প্রায় সাড়ে ৭ হাজার টন। এসব চিনি এনেছে খাদ্য প্রক্রিয়াজাত শিল্পগ্রুপ প্রাণ–আরএফএল, শেহজাদ ফুড প্রোডাক্টস, সেভয় আইসক্রিম কারখানা ও ব্রডওয়ে ইন্টারন্যাশনাল।

কাঁচশিল্পে ব্যবহারের জন্য চিনির পর পাকিস্তান থেকে সবচেয়ে বেশি আনা হয়েছে ডলোমাইট। এবার ১৭১ কন্টেইনারে ডলোমাইট আমদানি হয়েছে। এই কাঁচামাল এনেছে নাসির ফ্লোট গ্লাস ও আকিজ গ্লাস ইন্ডাস্ট্রিজ।

পাকিস্তান থেকে আমদানি হওয়া আরেকটি পণ্য হলো সোডা অ্যাশ। এই পণ্য আমদানি হয়েছে ১৩৮ কন্টেইনার। শিল্পে ব্যবহারের এই কাঁচামাল এনেছে নাসির ফ্লোট গ্লাসসহ বিভিন্ন প্রতিষ্ঠান।

এ ছাড়া শতভাগ রপ্তানিমুখী পোশাক কারখানাগুলো এনেছে কাপড়ের রোল। মোট ৪৬টি কন্টেইনারে রয়েছে কাপড়ের রোল। আলু আমদানি হয়েছে ১৮ একক কন্টেইনারে। এ ছাড়া জয়পুরহাটের পিঅ্যান্ডপি ট্রেডিং ২০ কন্টেইনার আখের গুড় এনেছে। এসব পণ্যের পাশাপাশি পুরোনো লোহার টুকরা, রেজিন, থ্রি–পিস ইত্যাদি পণ্য আমদানি হয়েছে।

‘এমভি ইউয়ান জিয়াং ফা ঝং’ জাহাজটির স্থানীয় প্রতিনিধি কর্ণফুলী লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠানে রিজেনসি লাইনস লিমিটেড। দুবাই ভিত্তিক কন্টেইনার জাহাজ পরিচালনাকারী সংস্থা ফিডার লাইনস ডিএমসিসি দুবাই-করাচি-চট্টগ্রাম-মালয়েশিয়া-ইন্দোনেশিয়া-ভারত-দুবাই রুটে ‘এমভি ইউয়ান জিয়াং ফা ঝং’ জাহাজটি চালু করেছে।

গত ১১ নভেম্বর পানামা পতাকাবাহী এমভি ইউয়ান জিয়াং ফা ঝং নামে কন্টেইনার জাহাজটি প্রথম ট্রিপে দুবাই থেকে করাচি হয়ে চট্টগ্রাম পৌঁছায়। সেসময় জাহাজটিতে ৩২৮ বক্স কন্টেইনারে ৩৭০ টিইইউ’স (২০ ফুট হিসেবে) কার্গো নামানো হয়। এর মধ্যে পাকিস্তানের করাচি বন্দর থেকে আনা হয় ২৯৭ একক কন্টেইনার এবং সংযুক্ত আরব আমিরাত থেকে আনা হয় ৭৩ একক কন্টেইনার।