খেলাধুলা

গাজানফারের স্পিন বিষে নীল জিম্বাবুয়ে

সিরিজে সমতা ফেরানোর সুযোগ ছিল জিম্বাবুয়ের। কিন্তু স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেই ছাড়ল আফগানিস্তান। হারারেতে তৃতীয় ওয়ানডেতে শনিবার আফগানিস্তান ৮ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়েকে। তাতে টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজ (২-০ ব্যবধানে) জিতে নিল অতিথিরা। 

আফগানিস্তানের শেষ ম্যাচের নায়ক আল্লাহ মোহাম্মদ গাজানফার। ডানহাতি বৈচিত্র্যময় স্পিনারের স্পিন বিষে নীল হয়েছে জিম্বাবুয়ে। ৩৩ রানে ৫ উইকেট নিয়ে জিম্বাবুয়েকে মাত্র ১২৭ রানে অলআউট করেন গাজানফার। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে সেদিকুল্লাহর ফিফটিতে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানিস্তান। ১৫৬ রান করে ম্যান অব দ্য সিরিজ হয়েছেন সেদিকুল্লাহ।

টস হেরে ব্যাটিং করতে নেমে শুরু থেকে বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে। ২৪ রান তুলতে তারা হারায় ৩ উইকেট। জয়লর্ড গুম্বে (৩), ক্রেইগ আরভিন (৫) ও বেন কুরান (১২) দ্রুত আউট হন। সেখান থেকে সিকান্দার রাজা ও শন উইলিয়ামস দলকে ৬০ রান পর্যন্ত টেনে নেন। এরপরই তাদের ইনিংসে বিপর্যয় নেমে আসে। মাত্র ১১ রান তুলতে ৪ উইকেট হারায় স্বাগতিকরা। সেখান থেকে আর কোমড় সোজা করে দাঁড়াতে পারেনি তারা।

শন উইলিয়ামস একাই যা করার করেছেন। ৬১ বলে ৬০ রান করেছেন ৬ চার ও ৩ ছক্কায়। এছাড়া রিচার্ড এনগাভারা শেষ দিকে ১০ রান করলে স্কোরবোর্ড কিছুটা সমৃদ্ধ হয়। গাজানফারের ৫ উইকেট বাদে ৩ উইকেট পেয়েছেন রশিদ খান।১টি করে উইকেট নেন ফরীদ আহমেদ ও আজমতউল্লাহ উমারজাই।

লক্ষ্য তাড়ায় উদ্বোধনী জুটিতে ৮৪ রান পায় আফগানিস্তান। তাতে জয়ের পথে সহজেই এগিয়ে যায় তারা।আব্দুল মালিক ২৯ রান করে আউট হলেও বাঁহাতি ওপেনার সেদিকুল্লাহ অটল তুলে নেন ফিফটি। ৫০ বলে ৫২ রানে তাকে থামান গোয়ান্ডু। জয়ের বাকি কাজ সারেন রহমত শাহ ও হাশমতউল্লাহ শাহিদী। রহমত ১৭ ও শাহীদি ২০ রানে অপরাজিত থাকেন।

টি-টোয়েন্টি ও ওয়ানডের পর দুই দল দুটি টেস্ট ম্যাচ খেলবে বুলাওয়েতে। প্রথম টেস্ট শুরু হবে ২৬ ডিসেম্বর।