ব্রাজিলে বাস ও একটি ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ২২ জন নিহত হয়েছে। শনিবার ফায়ার বিভাগ জানিয়েছে। শনিবার দেশটির মিনাস গেরাইস রাজ্যের তেওফিলো ওটোনি শহরের কাছে একটি প্রধান মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৪টায় ৪৫ জন যাত্রী বহনকারী বাসটির চাকা ফেটে যায়। এ সময় চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বাসটির সঙ্গে পণ্যবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
দমকলকর্মীরা জানিয়েছেন, তারা বাস থেকে ১৩ জন যাত্রীকে উদ্ধার করেছেন।
দমকলকর্মী আলোনসো ভিয়েরা জুনিয়র অগ্নিনির্বাপন বিভাগের প্রকাশিত একটি ভিডিওতে বলেছেন, “অগ্নিনির্বাপক কর্মীরা বাস থেকে ২২টি মৃতদেহ উদ্ধার করেছে এবং আরো হতাহত আটকে পড়ে আছে।”