আন্তর্জাতিক

ব্রাজিলে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত বেড়ে ৩৮

ব্রাজিলে গতকাল ‍শনিবার (২১ ডিসেম্বর) ভয়াবহ একটি বাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮ জনে পৌঁছেছে। আহত হয়েছেন ১৩ জন। এর আগে প্রাথমিকভাবে ২২ জনের মৃত্যুর খবর জানিয়েছিল স্থানীয় কর্তৃপক্ষ। 

রবিবার (২২ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে চীনা বার্তা সংস্থা সিনহুয়া। 

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার (২১ ডিসেস্বর) ভোরে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য মিনা জেরাইসে মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, একটি বাস, একটি ট্রাক এবং একটি গাড়ি জড়িত দুর্ঘটনাটি তেওফিলো ওটোনির পৌরসভায় ঘটেছে। কার্গো ট্রাক থেকে গ্রানাইটের একটি বড় ব্লক রাস্তায় পড়ে গেলে দুর্ঘটনার সূত্রপাত হয়, যার ফলে বাসটি বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে সংঘর্ষে পড়ে।

ফেডারেল হাইওয়ে পুলিশ জানিয়েছে, এ সময় পেছন দিক থেকে আসা আরেকটি যাত্রীবাহী গাড়ি ওই বাসে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের পর মাঝখানের বাসটিতে আগুন লেগে বেশিরভাগ প্রাণহানির ঘটনা ঘটেছে।

তেওফিলো ওটোনি কর্মকর্তাদের মতে, গাড়ির তিন আরোহীসহ ১৩ জন আহত হয়েছেন। আহতদের প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। তিনি দুর্ঘটনাটিকে ‘ভয়াবহ শোকগাথা’ হিসেবে উল্লেখ করেছেন। পুলিশ জানিয়েছে, দেশটির মহাসড়কগুলোয় ২০০৭ সালের পর এত বড় দুর্ঘটনা ঘটেনি।