সারা বাংলা

ঘন কুয়াশায় মধ্যরাতে মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ

ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী দুটি লঞ্চের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২১ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে ঢাকা-বরিশাল রুটে চলাচলকারী প্রিন্স আওলাদ-১০ ও কীর্তনখোলা-১০ লঞ্চের সঙ্গে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা প্রিন্স আওলাদ-১০ লঞ্চের সঙ্গে চাঁদপুরের মেঘনায় বরিশাল থেকে ছেড়ে আসা কীর্তনখোলা-১০ লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। তবে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কীর্তনখোলা-১০ লঞ্চের ইকবাল নামের এক যাত্রী বলেন, ‘‘দুর্ঘটনায় প্রিন্স আওলাদ-১০ লঞ্চের মাঝ বরাবর তলা ফেটে গেছে। পরে নদীর মাঝে একটা চরে লঞ্চটি নোঙর করে রাখা হয়। খবর পেয়ে শুভরাজ-৯ নামের একটি লঞ্চ ঢাকা থেকে ছেড়ে এসে প্রিন্স আওলাদ-১০ লঞ্চের যাত্রীদের বরিশাল নিয়ে যায়। আর কীর্তনখোলা-১০ লঞ্চের তেমন ক্ষতি না হওয়ায় সেটি ধীরগতিতে ঢাকা পৌঁছে গেছে।’’

নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার কার্যালয়ের উপ-পরিদর্শক (এসআই) শেখ আব্দুর সবুর বলেন, ‘‘কীর্তনখোলা-১০ লঞ্চের এক যাত্রী ৯৯৯ নম্বরে ফোন দিয়ে দুই লঞ্চের সংঘর্ষের খবর জানান। পরে লঞ্চের স্টাফদের সঙ্গে কথা হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর নেই। তবে, যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েছিলেন।’’

চাঁদপুর লঞ্চঘাটের টিআই সমর কৃষ্ণ বলেন, ‘‘চাঁদপুর সদরের হরিণাঘাটের কাছাকাছি মেঘনা নদী অতিক্রমকালে দুই লঞ্চের সংঘর্ষ হয়েছে। এর মধ্যে, প্রিন্স আওলাদ-১০ লঞ্চে ৫৮০ জনের মতো যাত্রী ছিল। খবর পেয়ে ঢাকা থেকে অন্য আরেকটি লঞ্চ এসে তাদের গন্তব্যে নিয়ে গেছে।’’