অর্থনীতি

কক্সবাজারে চলছে ওয়ালটন ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের বার্ষিক ডিস্ট্রিবিউটর কনফারেন্স 

কক্সবাজারে অনুষ্ঠিত হচ্ছে দেশের টেক জায়ান্ট ওয়ালটন ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের বার্ষিক ডিস্ট্রিবিউটর কনফারেন্স ২০২৪।

রবিবার (২২ ডিসেম্বর, ২০২৪) সন্ধ্যায় হোটেল রয়েল টিউলিপ সী পার্ল বিচ রিসোর্টে ওই সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সম্মেলনে অংশ নিতে সারাদেশ থেকে ওয়ালটন ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের ৬ শতাধিক ডিস্ট্রিবিউটর ও সেলস এক্সিকিউটিভ কক্সবাজারের উপস্থিত হয়েছেন। তাদের পদচারণায় হোটেল টিউলিপ ও ইনানী সমুদ্র সৈকত উৎসবে রূপ নিয়েছে।

সম্মেলন উপলক্ষে বর্ণিল ব্যানার-ফেস্টুন ও তোরণ দিয়ে সাজানো হয় কক্সবাজার শহর।

জানা গেছে, সম্মেলনে ওয়ালটন ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স বিক্রিতে ধারাবাহিক প্রবৃদ্ধি জোরদার করতে ব্যবসায়িক কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেওয়া হবে।