বাংলাদেশ টেলিভিশনের ‘প্যাকেজ প্রিভিউ কমিটি’ পুনর্গঠিত হয়েছে। গত ১০ ডিসেম্বর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব (টিভি) মুহাম্মদ শরিফুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ১৫ সদস্যের এক তালিকা প্রকাশিত হয়।
এ কমিটির সভাপতি হিসেবে আছেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক। প্রথম সদস্য হিসেবে আছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপ-সচিব। সদস্য সচিব হিসেবে তালিকার সবার শেষে আছেন বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান ও পরিকল্পনা পরিচালক। এছাড়াও সাংস্কৃতিক অঙ্গনের ১২ জনকে এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়। উঠতি অভিনেতা আরশ খানও রয়েছেন এ তালিকায়। কিন্তু এই কমিটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন আরশ খান। বিষয়টি নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন এই অভিনেতা।
রবিবার (২২ ডিসেম্বর) নিজের ফেসবুকে পোস্টটি করেন আরশ খান। শুরুতে কৃতজ্ঞতা প্রকাশ করে লেখেন, “বর্তমান প্রেক্ষাপটে আমার পদত্যাগ করাটাই সবচেয়ে বড় দায়িত্ব বলে মনে করছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিকট। বাংলাদেশ টেলিভিশন এবং মহাপরিচালক মহোদয়ের নিকট এবং উক্ত বিষয়ে জড়িত সকল ব্যক্তিবর্গের নিকট। আমি আপ্লুত। এ সম্মান বয়ে বেড়াব সারাজীবন।”
কমিটি থেকে সদস্যপদ বাতিলের আবেদন জানিয়ে আরশ খান লেখেন, “আমার শিল্পী পরিচয়ের পর আরো একটি বড় পরিচয় আমি আমজনতা। আমার শক্তি ও সাহসের উৎস এটাই। আমাকে দেওয়া সম্মান বা সদস্য পদের জন্য আমি এখনো যোগ্য হয়ে উঠতে পারিনি। শিখছি, আরো শিখতে চাই। আমি খুব খুশি এবং উপকৃত হব আমার সদস্যপদ বাতিল করে আমার অগ্রজ কোনো যোগ্য ব্যক্তিকে তা প্রদান করা হলে।”
দেশের কল্যাণে নিয়োজিত থাকার প্রতিশ্রুতি জানান আরশ খান। এ বিষয়ে তিনি লেখেন, “আমি আরশ মহান সৃষ্টিকর্তাকে সাক্ষী মেনে কথা দিচ্ছি, আমার দেশ ও দেশের মানুষের জন্য সবসময় নিয়োজিত থাকব একজন শিল্পী হিসেবে, একজন মানুষ হিসেবে এবং দেশের আমজনতা হিসেবে যেকোনো ক্রান্তিলগ্নে দেশের মানুষের পক্ষে থাকব।”
আরশ খান ছাড়াও প্রিভিউ কমিটিতে রয়েছেন অভিনেত্রী ইলোরা গওহর, নির্মাতা রাজীব সালেহীন, অভিনেতা শাহেদ শরীফ খান, নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী, অভিনেত্রী তানজিকা আমিন, সাংবাদিক আহমেদ তেপান্তর, লেখক, নাট্যকার ও সাংবাদিক অপূর্ণ রুবেল, অভিনেতা শাহেদ আলী, নির্মাতা ও অভিনেতা নিশক তারেক আজিজ, অভিনেতা রাশেদ মামুন অপু, নাট্যনির্মাতা মাইদুল ইসলাম রাকিব।