আন্তর্জাতিক

বাংলাদেশ নিয়ে আমাদের আবেগ-অনুভূতি আছে: মিঠুন

‘‘বাংলাদেশ নিয়ে আমাদের আবেগ-অনুভূতি রয়েছে। পশ্চিমবঙ্গের অনেকেরই মনে সেটা আছে। কিন্তু বাংলাদেশ এ রকম হয়ে যাবে, আমরা কোনদিন ভাবিনি। আবেগের জায়গা নষ্ট হয়ে যাওয়ায় খুব কষ্ট পেয়েছি।’’

সম্প্রতি ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও বর্তমান রাজনৈতিক পরিবেশ-পরিস্থিতি নিয়ে এমন মন্তব্য করেছেন বিজেপি নেতা ও অভিনেতা মিঠুন চক্রবর্তী। 

কলকাতার অদূরে দেগঙ্গা বিধানসভা এলাকায় সদস্য সংগ্রহ অভিযানে এসে ভারতীয় গণমাধ্যমের কথা উল্লেখ করে মিঠুন বলেন,, ‘‘যেসব সতর্কবার্তা শুনছি, তাদের নেতারা যে যা পারছেন, কথাবার্তা বলছেন। আমি একটাই কথা বলব, ভারতকে খাটো করে দেখবেন না। ডোন্ট আন্ডার এস্টিমেট ইন্ডিয়া।’’

ভারতের অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের প্রসঙ্গ তুলে তাদের প্রতিরোধের বিরুদ্ধে মিঠুন আরো বলেন, ‘‘বাংলাদেশকে দেখে আমাদের শিখতে হবে। বিশেষ করে বাংলাকে শিখতে হবে। যদি আমরা সবাই মিলে একত্রিত হয়ে না লড়ি, তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার নিশ্চিত।’’