খেলাধুলা

দুই মাস আগে চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা ইংল্যান্ডের

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি মাঠে গড়াবে ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি। এখনও ৫৯ দিন তথা দুই মাস বাকি। কিন্তু আজ রোববার (২২ ডিসেম্বর, ২০২৪) চ্যাম্পিয়নস ট্রফি ও ভারত সফরের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। 

চ্যাম্পিয়নস ট্রফির দলে রাখা হয়েছে অভিজ্ঞ জো রুটকে। ৩৪ বছর বয়সী রুট ২০২৪ সাল শেষ করছেন বিশ্বসেরা টেস্ট ব্যাটসম্যান হিসেবে। এ বছর টেস্টে রুট ৫৫.৫৭ গড়ে ১ হাজার ৫৫৬ রান করেছেন। সেঞ্চুরি হাঁকিয়েছেন ছয়টি।

তবে গেল এক বছরেরও বেশি সময়ে তাকে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে খেলানো হয়নি। সবশেষ তিনি ২০২৩ সালের অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে খেলেছিলেন। গ্রুপপর্বে রুট ৩০.৬৬ গড়ে ২৭৬ রান করেছিলেন।

টেস্ট অধিনায়ক বেন স্টোকসও আলোচনায় ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত চ্যাম্পিয়নস ট্রফির দলে জায়গা পাননি তিনি। যদিও তিনি নিউ জিল্যান্ডের বিপক্ষে সবশেষ টেস্টে ইনজুরিতে পড়েছেন।

১৫ সদস্যের দলে আটজন খেলোয়াড় আছেন যাদের এ বছর টেস্টে অভিষেক হয়েছে। এছাড়া পাঁচজন বোলার আছেন যারা ঘণ্টায় ৯০ মাইল গতিতে বল করতে পারেন। বোলারদের মধ্যে আছেন জোফরা আর্চার, মার্ক উড, গাস অ্যাটকিনসন, ব্রাইডন কার্স, সাকিব মাহমুদ ও জেমি ওভারটন।

চ্যাম্পিয়নস ট্রফির দলে জায়গা পাননি ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের ম্যাচসেরা ও টুর্নামেন্ট সেরা খেলোয়াড় স্যাম কারান। পাশাপাশি নেই রিস টপলি ও ম্যাথিউ পটসও।

বিশেষজ্ঞ স্পিনার হিসেবে দলে আছেন আদিল রশিদ। সঙ্গে আছেন লিয়াম ভিলিংস্টন, রেহান আহমেদ ও জ্যাকব বেথেল। জো রুটও পারেন হাত ঘোরাতে।

ইংল্যান্ডের হয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে উদ্বোধন করতে পারেন ফিল সল্ট ও বেন ডাকেট। তবে টপ অর্ডার ব্যাটসম্যান উইল জ্যাকস জায়গা পাননি দলে। পিতৃত্বকালিন ছুটির কারণে নেই জেমি স্মিথও।

যথারীতি উইকেটের পেছনে দাঁড়াবেন জস বাটলার। যেটা তিনি সম্প্রতি ক্যারিবিয়ান সফরে করেছেন। তবে আগামী ৬ ফেব্রুয়ারি নাগপুরে ইংল্যান্ড যখন ভারতের মুখোমুখি হবে তখন এক বছরেরও বেশি সময় পর ওয়ানডেতে উইকেটের পেছনে দাঁড়াবেন বাটলার। ইনজুরির কারণে তিনি এক বছরেও ওয়ানডে খেলতে পারেননি।

চ্যাম্পিয়ন্স ট্রফি ও ভারত সফরে ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, জো রুট, সাকিব মাহমুদ, ফিল সল্ট ও মার্ক উডভ

ভারত সফরে ইংল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, সাকিব মাহমুদ, ফিল সল্ট ও মার্ক উড।