অর্থনীতি

সি পার্লের এজিএম স্থগিত

পুঁজিবাজারে ভ্রমণ ও অবকাশ খাতে তালিকাভুক্ত কোম্পানি সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ১৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করা হয়েছে।

রবিবার (২২ ডিসেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় কোম্পানির ১৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণবশত এই এজিএম স্থগিত করা হয়। এ নিয়ে টানা দুইবার কোম্পানির এজিএম স্থগিত হলো।

এজিএমের নতুন সময় ও তারিখ পরবর্তীতে জানিয়ে দিবে বলে ডিএসই ওয়েবসাইটে জানিয়েছে কোম্পানিটি।