খেলাধুলা

ব্যাট হাতে সর্বোচ্চ রানের নতুন ইতিহাস গড়লেন মান্ধানা

ভারতের নারী ক্রিকেটার স্মৃতি মান্ধানা ব্যাট হাতে নতুন ইতিহাস গড়েছেন। উদ্বোধনী এই ব্যাটার আজ রোববার (২২ ডিসেম্বর, ২০২৪) ব্যাট হাতে ১০২ বলে ৯১ রানের ইনিংস খেলেন। এর মধ্য দিয়ে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ রান করার নতুন ইতিহাস গড়েন তিনি।

নারী ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে ১৬০০ রানের মাইলফলক আজ স্পর্শ করেন মান্ধানা। ২০২৪ সালে তার মোট রান এখন ১ হাজার ৬০২। এ বছর এখনও তিনি দুইটি ম্যাচ খেলতে পারবেন। সেক্ষেত্রে রানটা কোথায় গিয়ে দাঁড়ায় বলা মুশকিল।

চলতি বছরই দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট ১ হাজার ৫৯৩ রান করেছেন। তার অবশ্য এ বছর আর কোনো খেলা নেই। আজ তাকে ছাড়িয়ে গেলেন মান্ধানা। এর আগে ২০২২ সালে ইংল্যান্ডের ন্যাট শিভার-ব্রান্ট করেছিলেন ১ হাজার ৩৪৬ রান। সেটা ছিল নারী ক্রিকেটের ইতিহাসে এক বছরে করা সর্বোচ্চ রান। তারও আগে ২০১৮ সালে মান্ধানাই করেছিলেন সর্বোচ্চ ১ হাজার ২৯১ রান। এছাড়া ২০২২ সালেও তিনি করেছিলেন ১ হাজার ২৯০ রান।

পুরুষদের ক্রিকেট ইতিহাসে এক পঞ্জিকাবর্ষে ভারতের বিরাট কোহলি ২০১৭ সালে মোট ২ হাজার ৮১৮ রান করেছিলেন। সেটাই এখন পর্যন্ত সর্বোচ্চ রানের রেকর্ড।

নারী ক্রিকেট ইতিহাসে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকা:

নাম সাল মোট রান স্মৃতি মান্ধানা ২০২৪ ১৬০২* লরা উলভার্ট ২০২৪ ১৫৯৩ ন্যাট শিভার-ব্রান্ট ২০২২ ১৩৪৬ স্মৃতি মান্ধানা ২০১৮ ১২৯১ স্মৃতি মান্ধানা ২০২২ ১২৯০