ক্যাম্পাস

গুপ্তহত্যা বন্ধে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি

জুলাইয়ের বিপ্লবী ছাত্রদের গুপ্তহত্যায় ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট শেখ হাসিনা জড়িত অভিযোগ করে তাকে ভারত সরকারের মাধ্যমে গ্রেপ্তার করে দেশে ফেরানোর দাবি জানিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ।

এছাড়া গুপ্তহত্যায় জড়িতদের জঙ্গীদের মতো চিহ্নিত করে দমন করতে সরকার একটি বিশেষ বাহিনী গঠনেরও আহ্বান জানিয়েছে সংগঠনটি।

রোববার (২২ ডিসেম্বর) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানকে দেওয়া এক স্মারকলিপিতে এ দাবি জানায় তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের কার্যালয়ে তার হাতে এ স্মারকলিপি তুলে দেন বিপ্লবী ছাত্র পরিষদের ঢাবি শাখার আহ্বায়ক সানোয়ারা খাতুন, যুগ্ম-আহ্বায়ক নিয়াজ আহমদ ও সদস্য সচিব মুহিব মুশফিক খান। এছাড়া সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক আবদুল ওয়াহেদ ও যুগ্ম-আহ্বায়ক আশরাফ উল্লাহ খাঁন উপস্থিত ছিলেন। 

স্মারকলিপিতে বলা হয়েছে, গত ৫ আগস্টের পরিবর্তনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ভালো থাকলেও গোটা দেশের নিরাপত্তা পরিস্থিতি ক্রমাবনতিশীল হয়ে পড়ছে। এ পর্যন্ত দুটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রসহ তিনজন নিহত ও বহুসংখ্যক শিক্ষার্থী হত্যার হুমকি পেয়েছেন। সর্বশেষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র খালেদ হাসান নিখোঁজ হয়েছেন।

এ অবস্থায় ছাত্র-জনতার নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারের কাছে পরিস্থিতি তুলে ধরতে উপাচার্যকে আহ্বান জানায় সংগঠনটি।

এ সময় ঢাবি উপাচার্য গুপ্তহত্যা বন্ধ করতে সরকার ও পুলিশকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের তহবিল সঙ্কট থাকা সত্ত্বেও ছাত্রদের নিরাপত্তায় হল ফান্ড থেকে আবাসিক হলগুলোতে সিসি ক্যামেরা বসানোর আশ্বাস দেন তিনি।