সারা বাংলা

সাড়ে ৬ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঘন কুয়াশায় মাঝ নদীতে যানবাহন ও যাত্রী নিয়ে চারটি ফেরি আটকা পড়ে। এতে বন্ধ করে দেওয়া হয় ফেরি চলাচল। কুয়াশার ঘনত্ব কেটে গেলে সাড়ে ৬ ঘণ্টা পর পুনরায় ফেরি চালু হয়।

রবিবার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ১২ টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে বিআইডব্লিউটিসি। পরে সোমবার (২৩ ডিসেম্বর)  সকাল ৭ টার দিকে কুয়াশার ঘনত্ব কেটে গেলে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়। 

বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের সহ মহাব্যবস্থাপক ( বাণিজ্য)  মো. সালাম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, “রাত বাড়ার সাথে সাথে পদ্মা নদীর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের চ্যানেলে ঘন কুয়াশা পড়তে শুরু করে। রবিবার রাতে নৌরুটের ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসে। ওই সময় মাঝ নদীতে চারটি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে আটকা পড়ে। দুর্ঘটনা এড়াতে রাত ১২ টা ২০ মিনিট থেকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সকাল ৭ টার দিকে কুয়াশার ঘনত্ব কেটে গেলে এই নৌরুটে ফেরি চলাচল শুরু হয়।” 

তিনি আরও বলেন, “দীর্ঘ সময় নৌরুট বন্ধ থাকায় উভয় ঘাটে কয়েকশ যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। সিরিয়াল অনুযায়ী এসব যানবাহন পারাপার করা হচ্ছে। কয়েক ঘণ্টার মধ্যেই সকল যানবাহন পারাপার সম্ভব হবে।” 

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৬টি ফেরি চলাচল করছে বলেও জানান তিনি।