সারা বাংলা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পিকআপ-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ১

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ধলেশ্বরী টোল প্লাজার অদূরে কুচিয়ামোড়া এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কাভার্ডভ্যান-প্রাইভেটকার সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন।

সোমবার (২৩ ডিসেম্বর) ভোররাত ৫ টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম পান্না বণিক (৩৫)।

হাঁসাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান বলেন, ‘‘ঘন কুয়াশায় দেখতে না পেয়ে প্রাইভেটকারকে পেছন থেকে ধাক্কা দেয় একটি কাভার্ডভ্যান। এতে প্রাইভেটকার আরোহী ওই নারী নিহত হন।’’

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আবুল কালাম আজাদ বলেন, ‘‘নিহতের মরদেহ ও আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।’’

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ক্যামেলিয়া সরকার বলেন, ‘‘সকাল ৬টা ৫০ মিনিটের দিকে ছয় জনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে এক নারী হাসপাতালে আনার আগেই মারা গিয়েছিলেন। বাকি ৫ জনের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। কারো শরীরে হাড় ও ভাঙতে পারে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার মিটফোর্ডে পাঠানো হয়েছে।’’

এর আগে, গতকাল ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক দুর্ঘটনায় এক জন নিহত ও অন্তত ১৫ জন আহত হন।