সারা বাংলা

নড়াইলের লোহাগড়ায় কাঠ বোঝাই নসিমন উল্টে হেলপার নিহত

নড়াইলের লোহাগড়ায় কাঠ বোঝাই নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে তাওসিফ তালুকদার (১৫) নামে একজন নিহত হয়েছে।নিহত তাওসিফ নসিমনের হেলপার বলে জানা গেছে। 

সোমবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে লোহাগড়া-লাহুড়িয়া সড়কের চাচই দক্ষিণ পাড়া কাঠের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাওসিফ তালুকদার লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের মরিচ পাশা গ্রামের মো. টুটুল তালুকদারের ছেলে।  

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, কাঠ বোঝাই নসিমনটি উপজেলার হাগড়াভিটা গ্রাম থেকে ইট ভাটায় যাচ্ছিল। লোহাগড়া-লাহুড়িয়া সড়কের চাচই দক্ষিণ পাড়া কাঠের ব্রিজ এলাকায় পৌঁছালে নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় গাড়ির নিচে পড়ে ঘটনাস্থলেই হেলপার তাওসিফের মৃত্যু হয়। স্থানীয় লোকজন গাড়ির নিচ থেকে তাওসিফের মরদেহ উদ্ধার করে। তবে নসিমনের চালক পলাতক রয়েছে। 

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, “মরদেহ উদ্বার করে নড়াইল সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”