চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণে অভিযুক্ত নগরের চকবাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মিঠুন চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২২ ডিসেম্বর) রাতে সিএমপির পাঁচলাইশ থানা পুলিশের একটি দল ফেনী থেকে মিঠুনকে গ্রেপ্তার করে।
নগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মো. রইছ উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
পুলিশ জানায়, মিঠুন চক্রবর্তী গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন পাঁচলাইশ মডেল থানাধীন ষোলোশহর ২নং গেইটস্থ চিটাগাং শপিং কমপ্লেক্সের সামনে অস্ত্র হাতে অবস্থান নেয়। ছাত্র-জনতার পথরোধ করে গাড়ি ভাঙচুর ও গুলিবর্ষণ করে।
মিঠুন চক্রবর্তী আন্দোলনের সময় নিজে সরাসরি পিস্তল নিয়ে নির্বিচারে গুলি চালিয়েছে মর্মে সামাজিক যোগাযোগমাধ্যমসহ দেশের বিভিন্ন গণমাধ্যমে ছবি প্রকাশ পায়। মিঠুন ১৬ নং চকবাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুর মোস্তফা টিনুর সহযোগী। এ ছাড়া মিঠুন চক্রবর্তী সিএমপির পাচঁলাইশ মডেল থানার বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্তে রুজু হওয়া একটি মামলার এজাহারনামীয় আসামি।