খেলাধুলা

এবার শিরোপার ফয়সালা

দুই দলের মুখোমুখি লড়াইয়ের হিসেবটা ১-১ এ সমতায়। তৃতীয়বার দেখা হওয়ার অপেক্ষায় তারা। এই লড়াইয়ে যারা জিতবে তারা কেবল এগিয়ে-ই যাবে না, বরং শ্রেষ্ঠত্বের পুরস্কার জিতবে। পাবে গৌরবের ট্রফি।

বলা হচ্ছে জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টি আসরের দুই ফাইনালিস্ট ঢাকা মেট্রো ও রংপুর বিভাগের কথা। যারা আগামীকাল (মঙ্গলবার) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শিরোপার ফয়সালায় মুখোমুখি হবে।

শুধুমাত্র স্থানীয় ক্রিকেটারদের নিয়ে নতুন করে পথ চলা শুরু হয়েছে জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টি। বিপিএল শুরু সাত দিন পরই। তার আগে এই প্রতিযোগিতা বেশ উন্মাদনা ছড়িয়ে দিয়েছে। আট দলের এই প্রতিযোগিতার সবগুলো ম্যাচ হয়েছে সিলেটে। রাউন্ড রবিন লিগে আট দল একে অপরের মুখোমুখি হয়েছে। এরপর দুই কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচ শেষে প্রতিযোগিতা এখন ফাইনালের দরজায়। 

যেখানে মুখোমুখি হওয়ার অপেক্ষায় রংপুর বিভাগ ও ঢাকা মেট্রো। রাউন্ড রবিন লিগে ঢাকা মেট্রো সাত ম্যাচ জিতে ছিল অপ্রতিরোধ্য। মুখোমুখি লড়াইয়ে রংপুরকেও পাত্তা দেয়নি তারা। রংপুর সেই প্রতিশোধ নেয় প্রথম কোয়ালিফায়ারে। রংপুর সাত ম্যাচে পাঁচটি জিতে যায় শেষ চারে। এরপর ঢাকাকে হারিয়ে চলে যায় ফাইনালে। ঢাকার ফাইনাল খেলা নিশ্চিত হয় খুলনাকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে। ধারাবাহিক পারফরম্যান্সে এই দুই দলই ছিল টুর্নামেন্টে সবচেয়ে এগিয়ে। তাইতো শিরোপার দাবিদারও তারা। শেষ লড়াইয়ে টিকেও আছে এই দুই দল। কার মুখে শেষ হাসি ফোটে সেটা দেখার। 

শিরোপার সঙ্গে আকর্ষণীয় প্রাইজমানিও রয়েছে। চ্যাম্পিয়নস দল পাবে ২০ লাখ টাকা। রানার্সআপ দল পাবে ১০ লাখ টাকা। আয়োজকরা ব্যক্তিগত পুরস্কারও দিচ্ছে। প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট ১ লাখ টাকা এবং সেরা ব্যাটসম্যান ও বোলার পাবেন ৫০ হাজার টাকা করে।   

সতেজ কিছু ক্রিকেটারকে খুঁজে পেতে যে পরিকল্পনা নিয়ে জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টি মাঠে গড়িয়েছিল তাতে সফল বলা চলে। জিসান আলম, আজিজুল হাকিমের মতো আগ্রাসী ব্যাটসম্যানের দেখা মিলেছে। বোলিংয়ে আলো ছড়িয়েছেন আহমেদ শরিফ, ফাহাদ হোসেনের মতো তরুণরা। এ ছাড়া নাঈম শেখ, কাজী নুরুল হাসান সোহান, আবু হায়দার রনি, আলাউদ্দিন বাবুদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররাও নিজেদের মেলে ধরেছেন। সব মিলিয়ে জাতীয় লিগ টি-টোয়েন্টি ক্রিকেট ক্যানভাসে বেশ ভালোভাবেই তুলির আঁচড় ছড়িয়েছে। 

আয়োজকরাও প্রাণান্তকর চেষ্টা চালিয়েছে টুর্নামেন্ট আলোড়ন তুলতে। পৃথক অনুষ্ঠানে লোগো উন্মোচন, ট্রফি উন্মোচন করেছে ঢাকায়। সিলেটে ক্যাপ্টেন্স মিট, ফাইনালের আগে ফটোসেশন করে পূর্ণতা দিয়েছে। এছাড়া সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করায় টিভির পর্দাতেও দর্শকদের চোখ ছিল। এখন কেবল ফাইনালের অপেক্ষা। 

যে লড়াইয়ে আকবর আলীর দলের প্রতিপক্ষ নাঈম শেখের দল। কার হাতে উঠবে শিরোপা? উত্তরটা জানা যাবে আগামীকালই।