গত আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিহত জুলকার নাইনের (১৭) মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টার দিকে পাবনার সাঁথিয়া উপজেলার জোরগাছা স্বরূপ গ্রামের কবরস্থান থেকে তার মরদেহ উত্তোলন করা হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
সাঁথিয়া থানার ওসি সাইদুর রহমান বলেন, “গত ৫ আগস্ট সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে জুলকার নাইন নিহত হলে আশুলিয়া থানায় হত্যা মামলা হয়। ওই মামলার তদন্তের জন্য শহিদ জুলকার নাইনের লাশ কবর থেকে উত্তোলন করে মর্গে পাঠানো হয়েছে।”
প্রসঙ্গত, সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের স্বরূপ গ্রামের আব্দুল হাই আল হাদীর ছেলে জুলকার নাইন ঢাকার সাভারের পলাশবাড়ী জে এল মডেল স্কুল অ্যান্ড গার্লস কলেজে দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার খবরে আশুলিয়া থানার বাইপাইল পলাশবাড়ীতে আনন্দ মিছিল বের হয়। বিকেল ৫টার দিকে সেই মিছিলে গুলি হলে নিহত হন জুলকার নাইন। ওইদিন রাতেই তার মরদেহ সাঁথিয়ায় নিজ বাড়িতে আনা হয়। পরের দিন ৬ আগস্ট ময়নাতদন্ত ছাড়াই তার লাশ স্বরূপ নিজ গ্রামের বাড়িতে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।