বিনোদন

ভারত নয়, মহাত্মা গান্ধী পাকিস্তানের জাতির জনক: গায়ক অভিজিৎ

মহাত্মা গান্ধী ভারতের জাতির জনক নন বলে মন্তব্য করেছেন প্লেব্যাক গায়ক অভিজিৎ ভট্টাচার্য। শুভংকর মিশ্রর পডকাস্টে অতিথি হিসিবে হাজির হয়ে এমন মন্তব্য করেন ভারতীয় এই গায়ক।

অভিজিৎ ভট্টাচার্য বলেন, “পঞ্চমদা (আরডি বর্মণ) মহাত্মা গান্ধীর চেয়েও বড় ছিলেন। মহাত্মা গান্ধী যেমন জাতির জনক ছিলেন, তেমনি বিশ্ব সংগীতের জাতির পিতা ছিলেন পঞ্চমদা।”

বিস্তারিত ব্যাখ্যা করে অভিজিৎ ভট্টাচার্য বলেন, “মহাত্মা গান্ধী ভারতের জাতির জনক ছিলেন না; তিনি পাকিস্তানের ভারতের জনক ছিলেন। ভারত সবসময়ই ছিল। কিন্তু পাকিস্তান তৈরি হয়েছে। ভুল করে মহাত্মা গান্ধীকে আমাদের জাতির জনক বলা হয়েছিল।”

গায়ক অভিজিতের এই মন্তব্য নিয়ে শুরু হয়েছে বিতর্ক। অনেকেই তার মন্তব্যে ক্ষুব্ধ। কেউ বলছেন, “তিনি জাতির জনক ছিলেন কি ছিলেন না, তা ঠিক করার আপনি কে?” কেউ কেউ বলছেন, “অভিজিতের কাছ থেকে এরচেয়ে ভালো কিছু আশা করাই যায় না। এই ধরনের মানুষ বড় চেয়ারে বসে বাজে কথা বলেন।” এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে অন্তর্জালে।

তথ্যসূত্র: ইন্ডিয়া ডটকম