ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নির্মাণ শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১০ টায় ক্যাম্পাসের ডায়না চত্বরে অর্ধশতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটি।
এ সময় ইবির সমন্বয়ক এসএম সুইট, নাহিদ হাসান, ইয়াশিরুল কবির সৌরভ, গোলাম রাব্বানী, আব্দুল্লাহ আল নোমানসহ অন্যান্য সহ-সমন্বয়করা উপস্থিত ছিলেন।
সহ-সমন্বয়ক গোলাম রাব্বানী বলেন, “চলতি বছরের আগস্টে বন্যার্তদের জন্য যখন কাপড় সংগ্রহ করা হয়, তখন অনেক কাপড় সংগ্রহ করা হয়েছিল। বিতরণের পরও অনেক কাপড় উদ্বৃত্ত হয়ে গেছিল। আমরা ভাবছিলাম কাপড়গুলো কীভাবে কাজে লাগানো যায়।”
তিনি বলেন, “সে চিন্তা থেকে আমরা কাপড়গুলো বিক্রি করে দিয়ে সমমূল্যের প্রায় অর্ধশতাধিক কম্বল কিনতে পেরেছিলাম। ওই কম্বলগুলোই আজ ক্যাম্পাসে নির্মাণ কাজে নিয়োজিত শ্রমিক ভাই-বোনদের দেওয়া হয়েছে। যারা কাপড়গুলো দিয়ে আমাদের সহযোগিতা করেছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা।”
সমন্বয়ক এস এম সুইট বলেন, “কুষ্টিয়া অঞ্চলে তুলনামূলক শীত বেশি থাকে। শীতে নির্মাণ শ্রমিকরা খুব কষ্ট করেন। অনেকদিন থেকেই আমরা ভাবছিলাম তাদের জন্য কিছু করতে। সেই চিন্তা থেকে আমাদের এ কার্যক্রম।”